#কলকাতা: ডেঙ্গি নিয়ে সমস্যায় সিএবি প্রেসিডেন্ট ও প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ মহারাজের বাড়িতে মিলেছে ডেঙ্গি মশার লার্ভা ৷ সেই কারণে তাঁকে সচেতন করতে শুক্রবার অর্থাৎ এদিন নোটিস দিল কলকাতা পুরসভা ৷ অন্যদিকে, ডেঙ্গিতে আক্রান্ত সৌরভের দাদা ও প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
রক্ত পরীক্ষায় ডেঙ্গি পজিটিভ রিপোর্ট আসতেই স্নেহাশিষকে ভর্তি করা হয়েছে একটু বেসরকারি হাসপাতালে ৷ চিকিৎসকরা জানিয়েছে, রোগীর অবস্থা এখন স্থিতিশীল ৷
বৃহস্পতিবার পুরসভার প্রতিনিধি দল পরিচ্ছন্নতা খতিয়ে দেখতে সৌরভের বাড়ি যান ৷ প্রাক্তন ভারত অধিনায়কের বাড়িতে মশার আতুরঘর। বাড়িতে জঞ্জাল, বন্ধ নালায় জমা জল, ফেলে দেওয়া বোতলে জমা জলে এডিস মশার লার্ভা। মশা মারতে গিয়ে বাড়ির রক্ষীদের হাতে পুরকর্মীরা বাধা পান বলে অভিযোগ ওঠে। এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়কে সতর্ক করতে নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা ৷