Kolkata Municipal Corporation Elections 2021: হাওড়া বাদ রেখে কলকাতায় পুরভোট ১৯ ডিসেম্বর, আজ থেকেই আদর্শ আচরণবিধি চালু

Last Updated:

সঙ্গে সঙ্গেই কলকাতা পুর এলাকায় চালু হয়ে গেল ভোটের আদর্শ আচরণ বিধি (Model Code of Conduct) (Kolkata Municipal Corporation Elections 2021)।

হাওড়া বাদ রেখে কলকাতায় পুরভোট ১৯ ডিসেম্বর, আজ থেকেই আদর্শ আচরণবিধি চালু
হাওড়া বাদ রেখে কলকাতায় পুরভোট ১৯ ডিসেম্বর, আজ থেকেই আদর্শ আচরণবিধি চালু
#কলকাতা: কলকাতার পুরভোট নিয়ে সমস্ত জল্পনার অবসান। আগামী ১৯ ডিসেম্বর, ২০২১-এ হতে চলেছে কলকাতা পুরসভার ভোট (Kolkata Municipal Corporation Elections 2021)। গণনা হবে ২১ ডিসেম্বর। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন ভোটের বিজ্ঞপ্তি জারি করেছে। আর তার সঙ্গে সঙ্গেই কলকাতা পুর এলাকায় চালু হয়ে গেল ভোটের আদর্শ আচরণ বিধি (Model Code of Conduct) (Kolkata Municipal Corporation Elections 2021)। তবে কলকাতা পুরসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেও, হাওড়ায় পুরভোট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা (Kolkata Municipal Corporation Elections 2021)। ১৯ ডিসেম্বর কলকাতার সঙ্গেই হাওড়ায় পুরভোট হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, 'কলকাতার ১৪৪টি ওয়ার্ডে হবে ভোট। ৪,৭৪২টি বুথে হবে ভোট। ৩৮৫টি অক্সিলিয়ারি বুথেও হবে ভোটগ্রহণ। ভোট দেবেন ৪০ লক্ষেরও বেশি ভোটার। ভোট হবে ১৯ ডিসেম্বর। পুনর্নির্বাচন হলে, তা হবে ২০ ডিসেম্বর। কলকাতা পুরভোট হবে ইভিএমে। আজ থেকেই চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি। সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বড় মিটিং-মিছিল করা যাবে না। ডোর টু ডোর প্রচারে যেতে পারবেন সর্বাধিক ৫ জন। ভোটে কত পুলিশ মোতায়েন করতে হবে, তা জানাতে বলেছি ডিজি-সিপি-কে। সম্ভবত কলকাতা পুরভোটের গণনা ২১ ডিসেম্বর। হাওড়ায় ভোট নিয়ে এখনও কমিশনকে কিছু জানায়নি রাজ্য।'
advertisement
advertisement
আরও পড়ুন: কলকাতা-হাওড়া পুরসভার ভোট প্রস্তুতি, সোমবার সর্বদলীয় বৈঠকের ডাক কমিশনের
সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, 'কলকাতার ১৪৪টি ওয়ার্ডে হবে ভোট। ৪,৭৪২টি বুথে হবে ভোট। ৩৮৫টি অক্সিলিয়ারি বুথেও হবে ভোটগ্রহণ। ভোট দেবেন ৪০ লক্ষেরও বেশি ভোটার। ভোট হবে ১৯ ডিসেম্বর। পুনর্নির্বাচন হলে, তা হবে ২০ ডিসেম্বর। কলকাতা পুরভোট হবে ইভিএমে। আজ থেকেই চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি। সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বড় মিটিং-মিছিল করা যাবে না। ডোর টু ডোর প্রচারে যেতে পারবেন সর্বাধিক ৫ জন। ভোটে কত পুলিশ মোতায়েন করতে হবে, তা জানাতে বলেছি ডিজি-সিপি-কে। সম্ভবত কলকাতা পুরভোটের গণনা ২১ ডিসেম্বর। হাওড়ায় ভোট নিয়ে এখনও কমিশনকে কিছু জানায়নি রাজ্য।’
advertisement
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, 'চালু হল ইলেকশন গ্রিভান্স ম্যানেজমেন্ট সিস্টেম। অভিযোগকারীরা ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।' কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২ ডিসেম্বর স্ক্রুটিনির শেষ দিন, ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষদিন আর ১৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে ভোটগ্রহণ, ২১ ডিসেম্বর ফল ঘোষণা। রাজ্যের ১১৪টি পুরসভার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। প্রশাসক নিয়োগ করে প্রতিটি পুরসভা পরিচালনা করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Municipal Corporation Elections 2021: হাওড়া বাদ রেখে কলকাতায় পুরভোট ১৯ ডিসেম্বর, আজ থেকেই আদর্শ আচরণবিধি চালু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement