Kolkata:সকাল-সকাল শহরে বিপত্তি, দ্বিতীয় হুগলি ব্রিজে দাউ দাউ করে জ্বলে উঠল যাত্রীবাহি চলন্ত বাস
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Sudipta Sen
Last Updated:
আমতা থেকে ধর্মতলাগামী একটি বাসে আগুন ধরে যায়। বাসে ২০ জন মতো যাত্রী ছিল
কলকাতা: সকাল-সকাল শহরে অগ্নিকাণ্ড! দ্বিতীয় হুগলি ব্রিজে একটি বাসে আগুন ধরে যায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা! রাস্তায় আটকে পড়েন পথচলতি মানুষ, গাড়ি।
দ্বিতীয় হুগলি ব্রিজে চলন্ত বাসে আগুন। আমতা থেকে ধর্মতলাগামী বাসে আগুন। যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে আনা হয়। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। পুড়ে খাক গোটা বাস। আগুনের জেরে সাময়িক যানজট। ঘটনায় কোনও হতাহতের খবর সামনে আসেনি।
advertisement
advertisement
মঙ্গলবার রহড়ার ঈশ্বরীপুর কেমিক্যাল কারখানায় বিধ্বংসী আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় হুহু করে ছড়ায় আগুন। আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানায়। দীপাবলির পরেরদিনই ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় উত্তর ২৪ পরগনার খড়দহে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে। কারখানার ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়, পুরো এলাকা ঘন কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভোরে ওই রঙের কারখানা থেকে আগুন বার হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, পরে তা বাড়িয়ে মোট ২০টি ইঞ্জিন নামানো হয় আগুন নেভানোর কাজে। তবে বেশ কয়েক ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল সূত্রে খবর, কারখানার ভেতরে প্রচুর রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2025 8:50 AM IST