Kolkata: খাস কলকাতায় এ কী কাণ্ড, ১০ হাজার টাকায় অ‍্যাকাউন্ট ভাড়া! সাইবার প্রতারণা মামলায় বড় পর্দা ফাঁস

Last Updated:

Kolkata Money Fraud Case: শুধু অ‍্যাকাউন্ট ভাড়া নয়, তার সঙ্গে ওই অ‍্যাকাউন্টের লেনদেনের জন‍্য থাকা এটিএম কার্ডও চলে যাচ্ছে ভাড়ায়

খাস কলকাতায় এ কী কাণ্ড, ১০ হাজার টাকায় অ‍্যাকাউন্ট ভাড়া! সাইবার প্রতারণা মামলায় বড় পর্দা ফাঁস
খাস কলকাতায় এ কী কাণ্ড, ১০ হাজার টাকায় অ‍্যাকাউন্ট ভাড়া! সাইবার প্রতারণা মামলায় বড় পর্দা ফাঁস
কলকাতা: মাত্র ১০ হাজার টাকাতেই অ‍্যাকাউন্ট ভাড়া খাস কলকাতায়! অ‍্যাকাউন্ট মানে ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট। শুধু অ‍্যাকাউন্ট ভাড়া নয়, তার সঙ্গে ওই অ‍্যাকাউন্টের লেনদেনের জন‍্য থাকা এটিএম কার্ডও চলে যাচ্ছে ভাড়ায়। আর সেই ভাড়া করা অ‍্যাকাউন্ট ব্যবহার করে চলছে প্রতারণ। আর সাধারণ মানুষকে প্রতারিত করে যে টাকা ওই অ‍্যাকাউন্টে আসছে, তা তুলে নেওয়া হচ্ছে এটিএম কার্ড ব্যবহার করে। সম্প্রতি কলকাতা পুলিশের নজরে আসতেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, সম্প্রতি একটি প্রতারণা মামলায় তদন্তে নেমে বেশ কিছু বিষয় সামনে আসে। যার মধ্যে পুলিশের নজরে আসে এই অনলাইন বা সাইবার প্রতারণার কলকাতার একাধিক মিউল অ্যাকাউন্ট বা ভাড়া নেওয়া ব‍্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য।
advertisement
advertisement
এরই মাঝে দু’দিন আগে হঠাৎই তারাতলা এলাকায় একটি গাড়ি দেখে সন্দেহ হয়েছিল পুলিশের। আটকানো হয়েছিল সেই গাড়ি। তল্লাশিতে পুলিশ ওই গাড়ির ভিতরে থাকা ব‍্যাগ থেকে প্রচুর এটিএম কার্ড উদ্ধার করে। গাড়িতে থাকা চার যুবক ওই সমস্ত কার্ড নিতে সঠিক তথ্য দিতে না পারায় গ্রেফতার করা হয়। তাদের জেরা করে পুলিশ জানতে পারে এই এটিএম কার্ড গুলো বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকদের। টাকার বিনিময়েই এগুলো নেওয়া হয়েছে। তথ্য সন্ধানে নেমে পুলিশ জানতে পারে ওই সমস্ত অ্যাকাউন্ট মালিককে টাকা দিয়ে তাদের থেকে এটিএম কার্ড নেওয়া হয়েছে। শুধু তাই নয় অ‍্যাকাউন্ট গুলো ভাড়া নেওয়া হয়েছে। চার জন পুলিশি জেরায় জানিয়েছেন, এটিএম কার্ড গুলো নেওয়ার সময় দু-তিন হাজার টাকা দেওয়া হয়েছে। পরে বাকি টাকা দেওয়া হবে । ১০ হাজার টাকা করে দেওয়া হয় অ‍্যাকাউন্ট ভাড়া বাবদ।
advertisement
পুলিশ চারজনকে জেরা করেই ওড়িশার ভদ্রকের তিন প্রতারককে পাকড়াও করেছে। যারা চক্র চালায়। এরাই রবীন্দ্র নগর এলাকার চার যুবককে কাজে লাগিয়ে মহেশতলা, বজবজ-সহ একাধিক এলাকায় ১০ হাজার টাকার বিনিময়ে অ‍্যাকাউন্ট ভাড়া নিয়েছে। ওড়িশার বসে প্রতারণা করবে। আর কলকাতা সংশ্লিষ্ট এলাকায় ব‍্যাঙ্কে সেই টাকা জমা পড়বে এবং এটিএম কার্ড দিয়ে সেই টাকা তুলে নেবেন প্রতারকরা। এমনই পরিকল্পনাও সামনে এসেছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata: খাস কলকাতায় এ কী কাণ্ড, ১০ হাজার টাকায় অ‍্যাকাউন্ট ভাড়া! সাইবার প্রতারণা মামলায় বড় পর্দা ফাঁস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement