ছটের সময়ে সরোবর পরিষ্কার রাখতে লেকের বাইরে পথনাটিকা, অভিনব উদ্যোগ কেএমডিএ-র

Last Updated:

রবীন্দ্র সরোবর এলাকায় ছটের জন্য প্রতি বারের মতো এবারেও কলকাতা পুলিশের কড়া নজরদারি থাকছে। রবীন্দ্র সরোবরে প্রতি গেটে পুলিশের বিশেষ ব্যবস্থা থাকছে। গেটে বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে।

#কলকাতা: ছটের জন্য অভিনব উদ্যোগ। রবীন্দ্র সরোবরে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি উদ্যোগে ছট পূণ্যার্থীদের জন্য সচেতনতামূলক পথনাটিকার বন্দোবস্ত। সাধারণ মানুষকে সচেতনতার বার্তা জন্য এই সিদ্ধান্ত। রবীন্দ্র সরোবরে ফুল পাতা যেন জলে না ফেলে কেউ, তাই এই বিশেষ পথনাটিকা। জলে ফুল, তেল ফেলা হলে জলজ প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয়। সেই বার্তা দিচ্ছেন বহুরূপী মাছ, পাখি সেজে নাটকের সদস্যরা।
দিনে চারটি করে শহরে বিভিন্ন জায়গায় নাটক হবে। দলের নাম, 'কওকথা'। এই নাটক গ্রুপের কর্ণধার বলেন, "ছট পুজোতে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এই পথনাটিকার বিশেষ ব্যবস্থা। যাতে জলের বাস্তুতন্ত্র নষ্ট না হয়, সেই বার্তা দেওয়া হচ্ছে। রবীন্দ্র সরোবর জাতীয় লেক। একে রক্ষা করা সকলের কর্তব্য। কেএমডিএ-র পক্ষ থেকে আমরা পথনাটিকার এই বিশেষ উদ্যোগ নিয়েছি।"
advertisement
advertisement
কেএমডিএ সূত্রে খবর, ছট পুজোর জন্য ৪৭টি বিকল্প ঘাটের ব্যবস্থা করা হবে। তার মধ্যে রয়েছে, গল্ফ গার্ডেনে রামধন পার্ক, গোবিন্দন কুট্টি পার্ক, ঢাকুরিয়া যোধপুর পার্ক, রিজেন্ট এস্টট, বিক্রম গড়, যাদবপুর, কসবা, পাটুলি ঘাট-সহ একাধিক বিকল্প ঘাটের ব্যবস্থা।
advertisement
রবীন্দ্র সরোবর এলাকায় ছটের জন্য প্রতি বারের মতো এবারেও কলকাতা পুলিশের কড়া নজরদারি থাকছে। রবীন্দ্র সরোবরে প্রতি গেটে পুলিশের বিশেষ ব্যবস্থা থাকছে। গেটে বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। কেএমডিএ সূত্রে খবর, রবিবার ও সোমবার ছটের জন্য বন্ধ রাখা হবে রবীন্দ্র সরোবর লেক। সব মিলিয়ে বলা যায় ছটের জন্য বিশেষ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ছটের সময়ে সরোবর পরিষ্কার রাখতে লেকের বাইরে পথনাটিকা, অভিনব উদ্যোগ কেএমডিএ-র
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement