Kolkata Metro: মেট্রো যাত্রীদের জন্য আরও একটি সুখবর! চালু হল UPI Payment! জানুন বিস্তারিত

Last Updated:

Kolkata Metro: শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ-গ্রিন লাইন -১ করিডোরের সব কটি স্টেশনের বুকিং কাউন্টার থেকে ইউ পি আই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থার সুবিধা পাওয়া যাচ্ছে। ফলে যাত্রীদের আর সঠিক ভাড়া দিয়ে টিকিট কাটার সমস্যার মুখে পড়তে হবে না।

মেট্রো যাত্রীদের জন্য আরও একটি সুখবর!
মেট্রো যাত্রীদের জন্য আরও একটি সুখবর!
শিয়ালদহঃ  শিয়ালদহের পর ইউ পি আই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থা গ্রিন লাইন – ১ করিডোরের সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান- অবশিষ্ট এই সাতটি স্টেশনেও চালু হল আজ অর্থাৎ ২০/০৫/২০২৪ তারিখ থেকে।  এর ফলে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ-গ্রিন লাইন -১ করিডোরের সব কটি স্টেশনের বুকিং কাউন্টার থেকে ইউ পি আই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থার সুবিধা পাওয়া যাচ্ছে। ফলে যাত্রীদের আর সঠিক ভাড়া দিয়ে টিকিট কাটার সমস্যার মুখে পড়তে হবে না।
আরও পড়ুনঃ ৫০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া! সারাদিন দফায় দফায় বৃষ্টি! কাল কেমন থাকবে কলকাতার আকাশ?
প্রসঙ্গত উল্লেখ্য গ্রিন লাইন – ১ এর শিয়ালদহ স্টেশনে এই টিকিটিং ব্যবস্থা সর্বপ্রথম চালু হয় গত ০৭/০৫/২০২৪ তারিখে।  মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস  ( ক্রিস )-এর সহযোগিতায় এই ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউ পি আই ) ভিত্তিক টিকিটিং ব্যবস্থা চালু করেছে।
advertisement
এই সুবিধা নিতে আগ্রহী যাত্রীদের টিকিট কাউন্টারে গিয়ে প্রথমে তাদের গন্তব্য স্টেশনের নাম বলতে হবে। এরপর কাউন্টারের ডুয়াল ডিসপ্লে বোর্ডে ভেসে ওঠা কিউ আর কোডটি স্ক্যান করে স্মার্ট ফোনের সাহায্যে প্রয়োজনীয় অর্থ প্রদান করতে হবে। এই লেনদেন সম্পূর্ণ হলেই কিউ  আর কোড ভিত্তিক কাগজের টিকিটটি তিনি হাতে পাবেন এবং মেট্রোয় সফর করতে পারবেন। এই ব্যবস্থার মাধ্যমে মেট্রো যাত্রীরা নিজেদের স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন।
advertisement
advertisement
যাত্রীদের সুবিধার্থে এই পরিষেবা খুব তাড়াতাড়ি গ্রিন লাইন – ২ এর এসপ্লানেড থেকে হাওড়া ময়দান স্টেশন , ব্লু লাইন- এর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ স্টেশন , পার্পল লাইন-এর জোকা থেকে মাঝেরহাট স্টেশন ও অরেঞ্জ লাইন-এর কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনেও বিস্তৃত করা হবে। এর জন্য প্রয়োজনীয় উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। যাত্রী সুবিধার্থে মেট্রো কর্তৃপক্ষের নেওয়া এই উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন। আজ গ্রিন লাইন -১ এর বিভিন্ন স্টেশনে এই নতুন পরিষেবা নেওয়ার জন্য যাত্রীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: মেট্রো যাত্রীদের জন্য আরও একটি সুখবর! চালু হল UPI Payment! জানুন বিস্তারিত
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement