জোকা কারশেডের কাজ দ্রুত শেষ করতে চায় মেট্রো

Last Updated:

আপাতত একটি বা দুটি গাড়ি চালানোর পরিকাঠামো প্রস্তুত। 

জোকা কারশেডের কাজ দ্রুত শেষ করতে চায় মেট্রো
জোকা কারশেডের কাজ দ্রুত শেষ করতে চায় মেট্রো
আবীর ঘোষাল, কলকাতা:  ধীরে ধীরে গতি বাড়িয়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান চালাতে চায় আরভিএনএল। ৫ কিমি গতিতে এই ট্রায়াল রান শুরু হলেও, ধাপে ধাপে তা আগামী কয়েকদিনে বাড়ানো হবে। একই সাথে অতি দ্রুত মেট্রোর কারশেড বানানোর কাজ চলছে। আপাতত গাড়ি পরীক্ষা করা, গাড়ি ওয়াশ করার ব্যবস্থা চালু। যেহেতু অন্যতম বৃহৎ কারশেড হতে চলেছে এই জোকায় ৷ তাই সমস্ত আধুনিক ব্যবস্থা থাকবে এখানে। সেই কাজ অনেকটাই এগিয়েছে। রেল সূত্রে খবর, পুজো মিটলেই পূর্ণ মাত্রায় এই কাজ হয়ে যাবে। তবে একটা বা দুটো গাড়ি নিয়ে আপাতত পরিষেবা চালু করতে কোনও বাধা আসবে না বলে দাবি রেলের ৷
রেল সূত্রে খবর, দেশের সব থেকে পুরনো চলতে থাকা মেট্রো প্রকল্প। ২০০৯ সালে যার শিলান্যাস করেছিলেন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। যে প্রকল্প নানা জটিলতায় এখনও চলছে। আর সেটা হল জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্প। অবশেষে সেই প্রকল্পের অর্ধেক অংশে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলবে। জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা এই ছ'টি স্টেশন নিয়ে চলতি বছরে শুরু হবে মেট্রো পরিষেবা। নোয়াপাড়া কারশেডে অবসর জীবন কাটানো মেট্রো রেককে নিয়ে আসা হয়েছে জোকায়। সেই আপাতত মহড়া দৌড় দেবে। ট্রায়াল রান অবশ্য হবে আধুনিক সিগন্যাল ছাড়া। কারণ জোকা কারশেডের কাজ সবে শুরু হয়েছে। ফলে কারশেড সম্পূর্ণ না হলে আধুনিক সিগন্যাল ব্যবস্থা বসানো যাবে না। তবে বর্তমানে যে সিগন্যাল ব্যবস্থা আছে তা দিয়েই চলবে মেট্রো।
advertisement
advertisement
জোকা থেকে তারাতলা পর্যন্ত হবে ট্রায়াল রান। আত্মনির্ভর প্রকল্পে প্রথম কাজ শুরু হয়েছিল কলকাতা থেকে। শুরু হয়েছিল জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পে লাইন পাতার কাজ। ইউরোপ নয়, ছত্তিসগড় থেকে কলকাতায় এসে পৌঁছেছিল ইস্পাতের রেল। আরভিএনএল সূত্রে খবর, জোকা ডিপো থেকে মাঝেরহাট পর্যন্ত প্রায় ১০ কিমি লাইন পাতার মতোই ইস্পাত এসে পৌছে গিয়েছিল। পণ্যবাহী ট্রেন বা মেল, এক্সপ্রেস ট্রেন যখন চলাচল করে তখন রেল লাইনের ওপরে তার ভার অনেক বেশি হয়। সেই তুলনায় মেট্রোর ভার অনেকটা কম। কিন্তু মেট্রো পরিষেবা যেহেতু ঘন ঘন হয় তাই রেলের ওপরে ঘর্ষণ এবং তাপ এতটাই উৎপন্ন হয় যে কাজ অনেক বেশি নিখুঁত ও সচেতনতার সঙ্গে করতে হয়। আরভিএনএলের আধিকারিকরা জানাচ্ছেন, মেট্রো লাইন হয় সুড়ঙ্গ, নয়তো মাটির অনেক উপরে হয়। ফলে এখানে লাইন বদলানো খুব একটা সহজ ব্যপার নয়। তাই কমপক্ষে ১০০ বছর ধরে পরিষেবা দিতে হবে এমনটা ভেবেই এই রেল বা ইস্পাত নিয়ে আসা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জোকা কারশেডের কাজ দ্রুত শেষ করতে চায় মেট্রো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement