যান্ত্রিক বিভ্রাটের জের, আবারও থমকে গেল মেট্রো! ভাঙা পথে কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত মিলছে পরিষেবা?

Last Updated:

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, এইদিন বেলা সাড়ে ১২টা নাগাদ গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধীর দুই স্টেশনের মাঝে লাইনে সমস্যা ধরা পড়ে। ফলে আপ এবং ডাউনে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো। এরপরে কামরা খালি করে দেওয়ার কথা ঘোষণা করেন কর্তৃপক্ষ।

আবারও থমকে গেল মেট্রো পরিষেবা
আবারও থমকে গেল মেট্রো পরিষেবা
কলকাতা: ফের মেট্রো লাইনে বিভ্রাট। ফলে, বুধবার আবারও থমকে গেল দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম (ব্লু লাইনের) মেট্রো চলাচল পরিষেবা। মেট্রো সূত্রের খবর, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধীর স্টেশনের মাঝে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো লাইনে সমস্যা দেখা দেয়। ফলে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। ভেঙে ভেঙে চলছে মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে দমদম এবং ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করছে।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, এইদিন বেলা সাড়ে ১২টা নাগাদ গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধীর দুই স্টেশনের মাঝে লাইনে সমস্যা ধরা পড়ে। ফলে আপ এবং ডাউনে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো। এরপরে কামরা খালি করে দেওয়ার কথা ঘোষণা করেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
নিত্যযাত্রীদের দাবি, দুপুর দেড়টা নাগাদ দমদম স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এছাড়াও দমদম থেকে শহিদ ক্ষুদিরামের মধ্যেও মেট্রো চলাচল করছে বলে জানানো হয়। দমদম থেকে ময়দান পর্যন্ত মেটো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
যান্ত্রিক বিভ্রাটের জের, আবারও থমকে গেল মেট্রো! ভাঙা পথে কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত মিলছে পরিষেবা?
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement