শুরু স্বপ্নের দৌড়! নোয়াপাড়ার সঙ্গে জুড়ল বিমানবন্দর, আমজনতা কবে থেকে চড়তে পারবে 'ইয়ালো লাইন'?

Last Updated:

যাত্রীদের পরিষেবার জন্য সম্পূর্ণ রূপে তাঁরা প্রস্তুত। ঠিক এইভাবেই সমাজ মাধ্যমে ইয়ালো লাইনের ছবি দিয়ে পোস্ট করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

কবে থেকে খুলছে এই লাইন?
কবে থেকে খুলছে এই লাইন?
কলকাতা: যাত্রীদের পরিষেবার জন্য সম্পূর্ণ রূপে তাঁরা প্রস্তুত। ঠিক এইভাবেই সমাজ মাধ্যমে ইয়ালো লাইনের ছবি দিয়ে পোস্ট করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
আগামী ২২ অগস্ট রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর ওইদিনই তাঁর হাত দিয়েই উদ্বোধন হতে পারে কলকাতা মেট্রোর তিনটি প্রকল্প । এর মধ্যে রয়েছে ইয়ালো লাইন ।
সোমবার এক্স হ্যান্ডলে পোস্ট করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে তাঁরা ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া-বিমানবন্দর লাইনে যাত্রী পরিষেবা দিতে প্রস্তুত।
advertisement
উদ্বোধনের মাত্র কয়েকদিন আগেই শনিবার এই অংশ পরিদর্শন করেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি নর্থ সার্কেল সুমিত সিংহল ।
advertisement
আর এরপরেই আরও জোরালো হচ্ছে যে শুক্রবার প্রধানমন্ত্রী বঙ্গ সফরে এসে নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রোর সূচনা করতে পারেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওইদিন তিনটি মেট্রো প্রকল্প উদ্বোধন হতে চলেছে । সেই তিনটি প্রকল্প হল, ইয়ালো লাইনের নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর, অরেঞ্জ লাইনের হেমন্ত মুখোপাধ্যায়(রুবি)-বেলেঘাটা এবং গ্রিন লাইনের শিয়ালদা থেকে এসপ্ল্যানেড ।
advertisement
আর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাত্র ছ’দিন আগে ইয়ালো লাইনের নোয়াপাড়া-জয়হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত সিআরএস পরিদর্শন সম্পূর্ণ হল । অন্যদিকে বাকি দু’টি অংশের সিআরএস আগেই সম্পন্ন হয়েছে । সাধারণত সিআরএস হওয়ার পর যাত্রী নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সিআরএসের রিপোর্ট দেওয়া হয় ৷ তাতে বেশ কিছু নির্দেশ বা অবজার্ভেশনের কথা জানানো হয় । সেই অবজার্ভেশনগুলি কতটা বিস্তারিত, কতটা ছোট বা সংক্ষিপ্ত তার উপর নির্ভর করছে কত তাড়াতাড়ি সেগুলিকে সম্পূর্ণ করে যাত্রী পরিষেবা শুরু হচ্ছে ।
advertisement
ওই রিপোর্টের উপরেই নির্ভর করছে ঠিক কবে থেকে নোয়াপাড়া-জয়হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হবে । সেই মতো শনিবার সুমিত সিংহল, কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি-সহ আরও একাধিক আধিকারিকরা নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইনের অংশ পরিদর্শন করেন । মেট্রো চলাচলের জন্য ট্র্যাক, ট্রেন, জরুরি প্রতিক্রিয়া ফিচার্স (emergency response features) খতিয়ে দেখেন তাঁরা ।
advertisement
যেকোনও মেট্রো নতুন লাইন চালু করার ক্ষেত্রে এই বিষয়গুলো একেবারেই অপরিহার্য । এই সব ব্যবস্থা বিস্তারিত এবং খুঁটিয়ে পরিদর্শন করেন সিআরএস । এরপর দমদম ক্যান্টনমেন্ট থেকে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন পর্যন্ত ট্রলি ইন্সপেকশনও চালানো হয় । এছাড়াও, জয়হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়া স্টেশন এবং আবার নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর স্টেশন পর্যন্ত স্পিড ট্রায়াল চালানো হয় । যাত্রী পরিষেবার জন্য সম্পূর্ণ অংশের প্রস্তুতি নিয়ে সিআরএস সন্তুষ্টি প্রকাশ করেছেন বলেই দাবি কলকাতা মেট্রোরেলের । আনুষ্ঠানিকভাবে সিআরএসের অনুমোদন পাওয়ার পর নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রোর অংশটি চালু করা হবে ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
শুরু স্বপ্নের দৌড়! নোয়াপাড়ার সঙ্গে জুড়ল বিমানবন্দর, আমজনতা কবে থেকে চড়তে পারবে 'ইয়ালো লাইন'?
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement