Kolkata Metro Railways: বিশ্বকর্মা পুজোর চাপের দিনই ‘ফেল’ করল মেট্রো! সিগন্যালের সমস্যা...হাওড়া-সেক্টর V লাইনে চূড়ান্ত হয়রানি অফিস যাত্রীদের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Susmita Mondal
Last Updated:
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আধিকারিকদের তরফ থেকে ঘোষণা করা হল,যান্ত্রিক গোলযোগের কারণে হাওড়া থেকে শিয়ালদহ মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ। চূড়ান্ত হয়রানির শিকার হলেন নিত্য যাত্রীরা।
কলকাতা: বিশ্বকর্মা পুজো উৎসবে ছুটি থাকলে ঠিক আছে৷ কিন্তু, বেসরকারি ক্ষেত্রে কর্মরত যে হাজার হাজার মানুষকে আজ অফিস যেতেই হচ্ছে, তাঁদের চূড়ান্ত হয়রানির মুখে পড়তে হল তাঁদের৷ একদিকে তো রাস্তায় বাস, অটো, ট্যাক্সি নামমাত্র৷ তার উপরে মেট্রোয় গন্ডগোল৷ হাওড়া স্টেশনে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় মেট্রো থেকে৷
জানা গিয়েছে, সিগন্যালিং ফেলের সমস্যার কারণে ২ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রইল মেট্রোর গ্রিন লাইন অর্থাৎ, হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর V মেট্রো পরিষেবা৷ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আধিকারিকদের তরফ থেকে ঘোষণা করা হয়, যান্ত্রিক গোলযোগের কারণে হাওড়া থেকে শিয়ালদহ মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ। চূড়ান্ত হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা। হাওড়া মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বিক্ষোভ দেখান যাত্রীরা৷
advertisement
advertisement
বিশ্বকর্মা পুজোর দিন সকালে বন্ধ হয়ে যায় গ্রিন লাইনে যাত্রী পরিষেবা। সিগন্যাল সমস্যার কারণে বন্ধ করে দেওয়া হয় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের মেট্রো। এদিন সকাল ১০:৪০ মিনিট নাগাদ সিগন্যাল সমস্যা ধরা পড়ে। তার জেরে একাধিক স্টেশনে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।
advertisement
মেট্রোর এই সেকশনে ATO মোডে ট্রেন চলাচল করে। এই গোটা ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় সল্টলেক সেন্ট্রাল পার্ক কারশেড থেকে। সূত্রের খবর,MAZ যা মুভমেন্ট অথরিটি জোন নামে অভিহিত। সেটি বিকল হয়ে যায়। অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা যে সংস্থা দেখাশোনা করে সেই HITACHI ইঞ্জিনিয়াররা আসেন। তাঁরা এসে এই প্রক্রিয়া চালু করার উদ্যোগ নেন৷ ২ ঘণ্টা পরে অবশেষে চালু হয় মেট্রো পরিষেবা৷
advertisement
এই সম্পূর্ণ রুট ৯ সেকশন বা অংশে ভাগ আছে। প্রতিটা ভাগকে রিসেট করতে হবে। তারপরেই মেট্রো চালানো সম্ভব। ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হবার পরে প্রথম এমন সমস্যা। যদিও হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ গত মাসেই সম্পূর্ণ ভাবে ATO মোডের আওতায় আসে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 17, 2025 12:06 PM IST

