Kolkata Metro Railways: মেট্রো লেট...নাকি ক্যানসেল! বোঝার উপায় ছিল না, অন্ধকার হয়ে থাকত ডিসপ্লে বোর্ড, অবশেষে সিদ্ধান্ত

Last Updated:

ফলে বোঝাই যাচ্ছে না, ট্রেন কতটা লেট। একের পর এক স্টেশন। একই ছবি। ডিসপ্লে অফ। এই ডিসপ্লে বোর্ডেই লেখা থাকে, কোন দিকে যাওয়ার ট্রেন ক’টার সময় স্টেশনে ঢুকবে। সেই মতো প্রস্তুত হন যাত্রীরা। সেই ডিসপ্লে বোর্ডই অন্ধকার!

News18
News18
কলকাতা: নিউজ ১৮ বাংলার খবরের জের। মেট্রো স্টেশনে ডিজিটাল নির্দেশিকা বোর্ড তুলে দেওয়া হয়েছিল। সোমবার দিনভর সেই খবর সম্প্রচারিত হয়। মঙ্গলবার পুনরায় স্টেশনের বোর্ডে ফিরে এল উভয়মুখী মেট্রো কখন মিলবে স্টেশনে সেই নির্দেশিকা। যাত্রীদের অভিযোগ ছিল, লেট, তাই পিঠ বাঁচাতে মেট্রো সময় দেখানো বন্ধ করেছিল। খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসল মেট্রো। ফিরতে শুরু করল নির্দেশিকা বোর্ড। প্রতিদিন মেট্রোয় লেট। ক্ষোভ বাড়ছে যাত্রীদের। অভিযোগ ছিল, পিঠ বাঁচাতে এবার ডিসপ্লে বোর্ডই অফ করে দিয়েছিল মেট্রো।
ফলে বোঝাই যাচ্ছে না, ট্রেন কতটা লেট। একের পর এক স্টেশন। একই ছবি। ডিসপ্লে অফ। এই ডিসপ্লে বোর্ডেই লেখা থাকে, কোন দিকে যাওয়ার ট্রেন ক’টার সময় স্টেশনে ঢুকবে। সেই মতো প্রস্তুত হন যাত্রীরা। সেই ডিসপ্লে বোর্ডই অন্ধকার! ট্রেন কখন আসবে, আদৌ আসবে কিনা, বোর্ড দেখে কোনও কিছুই বোঝার উপায় নেই। সেই খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসল মেট্রো। কোন মেট্রো কখন আসছে বোঝা যাচ্ছিল না। কখন ক্যানসেল বোঝা যাচ্ছিল না। ঘোষণা নেই। অফিসে দেরি হচ্ছে। কাজে দেরি। ডিসপ্লে বোর্ড না থাকায়, সমস্যা বাড়ছিল।
advertisement
advertisement
কলকাতার লাইফলাইন মেট্রো। মাস দু’য়েক ধরে সেই মেট্রো মানেই ভোগান্তি। প্রতিদিনই লেট। প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড়। ভিড়ের চাপে অফিস টাইমে একের পর এক মেট্রো মিস। স্কুল-কলেজ যেতে দেরি। অফিস যেতে দেরি। নাজেহাল যাত্রীদের ক্ষোভ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে এবার কি পিঠ বাঁচাতে ডিসপ্লে বোর্ডই অফ করে দিল মেট্রো। শনিবার থেকে ব্লু লাইনের বিভিন্ন স্টেশনে ডিসপ্লে বোর্ড অফ।
advertisement
সব স্টেশনেই ডিসপ্লে বোর্ড অন্ধকার। মেট্রো চলছে কি না সেটাই বোঝা যাচ্ছে না। ফলে, মেট্রো লেট কি না সেটা বোঝারও উপায় নেই। অবশেষে সেই ডিসপ্লে বোর্ড ফিরিয়ে আনা হল।
এক সময়ে মেট্রোর ডিসপ্লে বোর্ড দেখে হাতের ঘড়ির সময় মিলিয়ে নেওয়া যেত। এতটাই সময়ে চলতো কলকাতা মেট্রো। আর এখন ডিসপ্লে বোর্ডেই আঁধার ঢেকেছিল। যাত্রীদের ক্ষোভের মুখে পিঠ বাঁচানোর নয়া কৌশল। মেট্রো সূত্রে খবর, সময় সেন্ট্রাল কন্ট্রোল থেকে ডিজিটাল বোর্ডে নতুন করে আপলোড করতে হয়েছে। সেই কাজের জন্যেই বন্ধ রাখা হয়েছিল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Railways: মেট্রো লেট...নাকি ক্যানসেল! বোঝার উপায় ছিল না, অন্ধকার হয়ে থাকত ডিসপ্লে বোর্ড, অবশেষে সিদ্ধান্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement