Kolkata Metro: প্রতিদিন চূড়ান্ত দূর্ভোগ মেট্রোর ব্লু লাইনে, সমস্যা মেটাতে একগুচ্ছ ব্যবস্থা নিল কর্তৃপক্ষ

Last Updated:

ফিরছে টালিগঞ্জ কারশেড, নোয়াপাড়ায় আলাদা রেক রাখার সিদ্ধান্ত ৷ 

সমস্যা মেটাতে একগুচ্ছ ব্যবস্থা নিল মেট্রো কর্তৃপক্ষ
সমস্যা মেটাতে একগুচ্ছ ব্যবস্থা নিল মেট্রো কর্তৃপক্ষ
আবীর ঘোষাল, কলকাতা: কবি সুভাষ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ থাকার কারণে, শহিদ ক্ষুদিরাম স্টেশনে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং খালি রেকগুলিকে কবি সুভাষ ডাউন প্ল্যাটফর্মে ঘোরানোর জন্য আনা হচ্ছে এবং শহিদ ক্ষুদিরাম স্টেশনের আপ প্ল্যাটফর্মে রাখা হচ্ছে। এর ফলে রেক রিভার্সালের সময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভিড়ের সময় পূরণের জন্য, দক্ষিণেশ্বরের দিকে আপ লাইনে রেকটি ঘোরানোর জন্য মহানায়ক উত্তম কুমার স্টেশনে বেশ কয়েকটি ডাউন ট্রেনকে সংক্ষিপ্তভাবে থামানো হচ্ছে। যদিও নিরাপত্তার কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, কবি নজরুল থেকে আসা আপ ট্রেন বা রবীন্দ্র সরোবর থেকে আসা ডাউন ট্রেন উভয়ই মহানায়ক উত্তম কুমারে পৌঁছাতে পারেনি। এই সুরক্ষার প্রয়োজনীয়তা সিস্টেমে আরও যানজট তৈরি করছে। রেকের দরজা বন্ধ করার অসুবিধাগুলি আরও যানজট তৈরি করার জন্য একটি ক্যাসকেডিং প্রভাব তৈরি করছে।
ক্যাসকেডিং প্রভাবের উপরোক্ত যানজট সমস্যা সমাধানের জন্য, মেট্রো রেলওয়ে পরীক্ষামূলকভাবে নিম্নলিখিত প্রচেষ্টা গ্রহণ করছে:-
advertisement
ইয়েলো লাইন পরিষেবা, অর্থাৎ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত ব্লু লাইন পরিষেবা, অর্থাৎ নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত, আলাদা করা হয়েছে যাতে কলকাতার পুরাতন জীবনরেখা, অর্থাৎ ব্লু লাইন, ইয়েলো লাইনের পরিষেবা থেকে ঠিক একইভাবে বিচ্ছিন্ন থাকে যেভাবে গ্রিন লাইন এবং ব্লু লাইন পরিষেবাগুলিকে একে অপরের ক্যাসকেডিং প্রভাব থেকে পৃথক করা হয়। কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হওয়ার কারণে উদ্ভূত অস্বাভাবিক পরিস্থিতির উপর অযৌক্তিক চাপ অপসারণের জন্য ব্লু লাইনের পরিষেবার সংখ্যা নিয়ন্ত্রণ করা হচ্ছে।
advertisement
যানজট কমাতে, বাণিজ্যিক পরিষেবা শুরু হওয়ার অনেক আগে নোয়াপাড়া স্টেশনে ৩টি রেক এবং মহানায়ক উত্তম কুমারে ৩টি রেক স্থাপন করা হবে।
সমস্যা কমাতে, মেট্রো ট্রেন পরিচালনা উন্নত করার জন্য টালিগঞ্জ কারশেড পুনরায় পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই এই ব্যবস্থা প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। অধিকন্তু, সপ্তাহান্তে বাণিজ্যিক নয় এমন সময়ে কলকাতার মেট্রো রেলওয়ে কর্তৃক উপরোক্ত বিষয়গুলির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হচ্ছে যাতে সপ্তাহের দিনগুলিতে নির্ধারিত সকালের পরিষেবা ব্যাহত না হয়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: প্রতিদিন চূড়ান্ত দূর্ভোগ মেট্রোর ব্লু লাইনে, সমস্যা মেটাতে একগুচ্ছ ব্যবস্থা নিল কর্তৃপক্ষ
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement