Kolkata Metro Rail I Kolkata Traffic Jam: আগামী কয়েকদিন চিংড়িহাটায় যানজটের সম্ভাবনা, কোন দিকে ঘুরবে গাড়ি? চলবে মেট্রোর কাজ
- Reported by:SHANKU SANTRA
- news18 bangla
- Published by:Teesta Barman
Last Updated:
Kolkata Metro Rail I Kolkata Traffic Jam: কলকাতা মেট্রো রেলের তরফ থেকে জানাযনো হয়, আগামী ৪৫ দিনে মেট্রো রেলের পিলারের কাজ শেষ হয়ে যাবে। কোনও ভাবে ট্রাফিক জ্যাম হবে না তার পর।
কলকাতা: মেট্রো রেলের কাজের জন্য চিংড়িঘাটা মোড়ে বেশ খানিকটা অংশ ঘিরে ফেলা হয়েছে। যার ফলে যানজটের সম্ভাবনা প্রবল। সেই যানজট যাতে না হয় তার জন্য কলকাতা পুলিশ কমিশনার বিনিদয়েল নিজেই সরজমিনে খতিয়ে দেখতে এসেছেন এবং দাঁড়িয়ে থেকে গাড়ি কোন দিক দিয়ে যাবে না যাবে সেগুলো দেখেছেন। সঙ্গে ছিলেন মেট্রো রেলের আধিকারিকেরা।
আজ মেট্রো রেল এবং কলকাতা পুলিশের কমিশনার এবং অন্যান্য আধিকারিকেরা চিংড়িঘাটা পরিদর্শনে আসেন। কলকাতা মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়, আগামী ৪৫ দিনে মেট্রো রেলের পিলারের কাজ শেষ হয়ে যাবে। কোনও ভাবে ট্রাফিক জ্যাম হবে না তার পর।
advertisement
advertisement
জানা গিয়েছে, আগে যা ছিল সেভাবেই গাড়ি যাতায়াত করবে। তবে বেলেঘাটা খালপাড় থেকে সেক্টর ফাইভের দিকে যে গাড়ি ঢুকছিল সেটাকে বন্ধ করা হয়েছে। এছাড়া, ইএম বাইপাসের জায়গাটার উপর রাস্তা থেকে ন্যারো করা হয়েছে। গাড়ি যাতায়াত করতে পারছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 7:07 PM IST










