হোম /খবর /কলকাতা /
কয়েকদিন চিংড়িহাটায় যানজটের সম্ভাবনা, কোন দিকে ঘুরবে গাড়ি? চলবে মেট্রোরেলের কাজ

Kolkata Metro Rail I Kolkata Traffic Jam: আগামী কয়েকদিন চিংড়িহাটায় যানজটের সম্ভাবনা, কোন দিকে ঘুরবে গাড়ি? চলবে মেট্রোর কাজ

কলকাতা চিংড়িঘাটা

কলকাতা চিংড়িঘাটা

Kolkata Metro Rail I Kolkata Traffic Jam: কলকাতা মেট্রো রেলের তরফ থেকে জানাযনো হয়, আগামী ৪৫ দিনে মেট্রো রেলের পিলারের কাজ শেষ হয়ে যাবে। কোনও ভাবে ট্রাফিক জ্যাম হবে না তার পর।

  • Share this:

কলকাতা: মেট্রো রেলের কাজের জন্য চিংড়িঘাটা মোড়ে বেশ খানিকটা অংশ ঘিরে ফেলা হয়েছে। যার ফলে যানজটের সম্ভাবনা প্রবল। সেই যানজট যাতে না হয় তার জন্য কলকাতা পুলিশ কমিশনার বিনিদয়েল নিজেই সরজমিনে খতিয়ে দেখতে এসেছেন এবং দাঁড়িয়ে থেকে গাড়ি কোন দিক দিয়ে যাবে না যাবে সেগুলো দেখেছেন। সঙ্গে ছিলেন মেট্রো রেলের আধিকারিকেরা।

আরও পড়ুন: জোর করে পোস্টে তুলে ইলেকট্রিক লাইন সারানো! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু আদিবাসী কিশোরের

আজ মেট্রো রেল এবং কলকাতা পুলিশের কমিশনার এবং অন্যান্য আধিকারিকেরা চিংড়িঘাটা পরিদর্শনে আসেন। কলকাতা মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়, আগামী ৪৫ দিনে মেট্রো রেলের পিলারের কাজ শেষ হয়ে যাবে। কোনও ভাবে ট্রাফিক জ্যাম হবে না তার পর।

জানা গিয়েছে, আগে যা ছিল সেভাবেই গাড়ি যাতায়াত করবে। তবে বেলেঘাটা খালপাড় থেকে সেক্টর ফাইভের দিকে যে গাড়ি ঢুকছিল সেটাকে বন্ধ করা হয়েছে। এছাড়া, ইএম বাইপাসের জায়গাটার উপর রাস্তা থেকে ন্যারো করা হয়েছে। গাড়ি যাতায়াত করতে পারছে।

Published by:Teesta Barman
First published:

Tags: Kolkata Metro Rail, Traffic Jam