Kolkata Metro: অফিসটাইমে ভিড়ের মধ্যে মেট্রোর টিকিট কাটতে গিয়ে আর গলদঘর্ম নয়! হাজির ঝক্কিহীন পরিষেবার বন্দোবস্ত!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata Metro: দিনের ব্যস্ত সময়ে মেট্রো রেলে ভিড়ও থাকে অস্বাভাবিক। টিকিট কাউন্টারগুলিতে উপচে পড়ে জনতার লাইন। এবার নতুন তিনটে লাইনের উদ্বোধনের ফলে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া আরও সহজ হয়ে গিয়েছে। ফলে ভিড় আরও বাড়বে তা বলাই বাহুল্য।
কলকাতা: যাত্রীদের স্মার্ট কার্ড অনলাইনে রিচার্জ করার সুবিধা দেওয়া এবং UPI-ভিত্তিক টিকিটিং সিস্টেম প্রচারের জন্য বিশেষ ক্যাম্প চলছে মেট্রো রেলওয়ে পরিষেবায়। দিনের ব্যস্ত সময়ে মেট্রো রেলে ভিড়ও থাকে অস্বাভাবিক। টিকিট কাউন্টারগুলিতে উপচে পড়ে জনতার লাইন। এবার নতুন তিনটে লাইনের উদ্বোধনের ফলে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া আরও সহজ হয়ে গিয়েছে। ফলে ভিড় আরও বাড়বে তা বলাই বাহুল্য।
মেট্রো রেলওয়েতে চালু করা বিভিন্ন ডিজিটাল পেমেন্ট পদ্ধতি যাত্রীদের কাছে পরিচিত করে তোলার জন্য এবং টিকিটিংয়ে ডিজিটাল লেনদেনের অংশ বাড়ানোর জন্য ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন, অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইনের সমস্ত স্টেশনে মেট্রো কর্মীদের দ্বারা বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এই ক্যাম্পগুলিতে, মেট্রো ব্যবহারকারীদের উন্নত ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ এবং গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) এবং অ্যাপ স্টোর (iOS) থেকে এটি কীভাবে ডাউনলোড করবেন সে সম্পর্কে সচেতন করা হয়েছিল। মেট্রো কর্মীরা তাদের এটি ব্যবহারের পদ্ধতিও দেখিয়েছিলেন।
advertisement
মেট্রো যাত্রীদের UPI পেমেন্ট ভিত্তিক টিকিটিং সিস্টেমের সাহায্যে ASCRM মেশিনের মাধ্যমে টোকেন কিনতে এবং তাদের স্মার্ট কার্ড রিচার্জ/কিনতেও সহায়তা করা হয়েছিল। তাঁরা ডিজিটাল সিস্টেমে স্থানান্তরিত হতে এবং টোকেন কেনার স্মার্ট উপায়, মোবাইল ভিত্তিক QR কোড টিকিট, স্মার্ট কার্ড এবং রিচার্জ করার জন্য গভীর আগ্রহ দেখিয়েছেন। তাঁরা দৃশ্যত খুশি ছিলেন কারণ এই ডিজিটাল পদ্ধতি তাদের মূল্যবান সময় বাঁচাতে সাহায্য করছে কারণ তাদের রিচার্জ করতে বা স্মার্ট কার্ড বা টিকিট কিনতে বুকিং কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না।সেই কথা মাথায় রেখেই মেট্রোর এই সিদ্ধান্ত বলে মত ওয়াকিবহাল মহলের।
advertisement
advertisement
আরও পড়ুন : শীতের আমেজ রাজ্যে ! পশ্চিমের জেলাগুলিতে আরও নামবে পারদ, জেনে নিন আবহাওয়ার আপডেট
কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট লাইনের ভিড় এড়িয়ে স্টেশনে ঢোকার বেশ কিছু আগেই যাত্রীরা গন্তব্যের টিকিট কাটতে পারবেন। সময় বাঁচানোর পাশাপাশি অর্থও সাশ্রয় করতে পারবেন যাত্রীরা। মিলবে টিকিটের মূল্যের উপর ৫ শতাংশ ছাড়ও। সম্প্রতি নতুন লাইন খোলার পর ভিড় নিয়ন্ত্রণে রাখার জন্য এই অ্যাপের মাধ্যমে টিকিট কেনার জন্য মেট্রো স্টেশনগুলিতে ঘন ঘন ঘোষণাও করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2025 9:19 AM IST

