Kolkata Metro Orange Line: কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের উদ্বোধনের দিন ঠিক, জানুন রুট ও টিকিটের দাম
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Kolkata Metro Orange Line: শীতাতপ নিয়ন্ত্রিত এই মেধা রেকগুলি চলাচল করবে এই লাইনে। কোন কোন স্টেশন থাকবে এই লাইনে?
কলকাতা: প্রতীক্ষা চলছে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের মেট্রো চলাচল শুরু হয়ে যাবে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত চলবে এই মেট্রো। এই মুহূর্তে লাইনে ট্রায়াল রানও শুরু হয়েছে। কবে চালু হবে এই অরেঞ্জ লাইনের মেট্রো চলাচল?
কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন পরিদর্শন করছেন সংস্থার কর্তারা। খোদ জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এই দলে রয়েছেন। এ ছাড়া ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে ইএম বাইপাসের ওপর দিয়ে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড় পর্যন্ত মহড়াও নতুন করে চালু হয়েছে। অরেঞ্জ লাইন বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণের জন্য অনেক দিন আগে থেকেই তৈরি। এবার কি প্রতীক্ষার অবসান?
advertisement
আরও পড়ুন: দেশের এই গ্রামে সব শিশুই যমজ সন্তান, না দেখলে বিশ্বাস হবে না! রহস্যের কিনারা হয়নি আজও
শোনা যাচ্ছে, ২০২৪ সালের জানুয়ারি মাস থেকেই জনগণের জন্য খুলে দেওয়া হবে এই মেট্রো। শীতাতপ নিয়ন্ত্রিত এই মেধা রেকগুলি চলাচল করবে এই লাইনে। কোন কোন স্টেশন থাকবে এই লাইনে? সত্যজিৎরায় (হাইল্যান্ড পার্ক এলাকা), জ্যোতিরিন্দ্র নন্দী (মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ও অজয়নজর এলাকা) ও কবি সুকান্ত (অভিষিক্তা ক্রসিং এলাকা) স্টেশন রয়েছে এতে।
advertisement
advertisement
এই লাইনে সর্বনিম্ন ভাড়া হবে ২০, সর্বোচ্চ ভাড়া হবে ৪৫ টাকা। অন্য দিকে পার্পল লাইন অর্থাৎ জোকা-বিবাদী বাগ শাখার জোকা থেকে তারাতলা পর্যন্ত ৬.৫ কিলোমিটার অংশে ইতিমধ্যেই পরিষেবা চালু হয়েছে। একটি রেক জোকা থেকে তারাতলা পর্যন্ত যাতায়াত করছে। তারাতলার পরের স্টেশন মাঝেরহাট পর্যন্ত পরিষেবা সম্প্রসারণ শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 18, 2023 6:28 PM IST