মেডিক্যালে অনশন প্রত্যাহার ডাক্তারি ছাত্রদের, আগামী ২২ তারিখেই ছাত্রদের পরিচালনায় হবে নির্বাচন, দাবি ছাত্রদের
- Published by:Siddhartha Sarkar
- Written by:Onkar Sarkar
Last Updated:
কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পূর্ব নির্ধারিত ২২ তারিখেই নির্বাচন করবে ছাত্ররা। আজ, মঙ্গলবার থেকে নির্বাচনের সমস্ত প্রক্রিয়া তারা শুরু করবে।
ওঙ্কার সরকার, কলকাতা: অবশেষে ১২ দিনের মাথায় অনশন প্রত্যাহার করল ডাক্তারি ছাত্ররা। ছাত্ররা নিজেদের দায়িত্বে নির্বাচন করানোর সিদ্ধান্ত নেওয়ার পরই, ছাত্ররা অনশন প্রত্যাহার করে। গতকাল, সোমবার এক নাগরিক মিছিলের শেষে অনশনকারী ছাত্রদের ফলের রস খাইয়ে অনশন তোলেন বিনায়ক সেন।
কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পূর্ব নির্ধারিত ২২ তারিখেই নির্বাচন করবে ছাত্ররা। আজ, মঙ্গলবার থেকে নির্বাচনের সমস্ত প্রক্রিয়া তারা শুরু করবে। সমাজের চারজন বিশিষ্ট নাগরিকের তত্ত্বাবধানে এই নির্বাচন হবে বলে দাবি ছাত্রদের। বিনায়ক সেন, বোলান গঙ্গোপাধ্যায়, সুজাত ভদ্র, আম্বিকেশ মহাপাত্র এই নির্বাচন সংগঠিত হবে। চারটি বর্ষের আড়াইশো জন করে মোট ১০০০ জন ভোটার। সব মিলিয়ে প্রার্থী ২০ জন।
advertisement
আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ছাত্ররা এই মেডিক্যাল কলেজের ফাঁড়ি এবং বউবাজার থানায় লিখিত আকারে নির্বাচনের বিষয়ে জানাবে। কলেজ কর্তৃপক্ষকে মেল করে এবং লিখিত আকারে আজ মঙ্গলবারের মধ্যে ২২ তারিখ নির্বাচনের বিষয়টি জানানো হবে ছাত্রদের তরফে।
advertisement
advertisement
ছাত্রদের আরও দাবি, নির্বাচনের জন্যে বারংবার জানানো হলেও তাঁরা কোনও পদক্ষেপ নেন নি। তাই এই সিদ্ধান্ত। ১৯২৮ সালে একই কায়দায় নির্বাচন হয়েছিল। সেই ছাত্র সংসদ ১৯৪৮ সাল পর্যন্ত ছিল। সেই একই কায়দায় নির্বাচন করতে চলেছে মেডিক্যাল কলেজের ছাত্ররা। মেডিক্যাল কলেজের যে কোনও পড়ুয়া এই নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন।
গত ১২ দিন ধরে নির্বাচনের দাবিতে ছাত্ররা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। অনড় ছিলেন নিজেদের দাবিতে। অনশন চলাকালীন বেশ কিছু পড়ুয়া অসুস্থও হয়ে পড়েন। একাধিকবার কলেজ কাউন্সিলের বৈঠক হলেও সেখান থেকে কোনও উত্তর উঠে আসেনি। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসে কথা বললেও মেটেনি সমস্যা। শেষ বৈঠকের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে। বৈঠকের মাঝপথ থেকে বেড়িয়ে যান অধ্যক্ষ। তারপর স্বাস্থ্যভবনেও একাধিক বৈঠক হয়। অবশেষে আজ সন্ধ্যা ৬টা ৪০ নাগাদ সেই অনশন তাঁরা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন।
advertisement
তবে এই বিষয় কলেজ কর্তৃপক্ষকে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনও উত্তর মেলেনি। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় জানান, ‘‘সরকারি পরিকাঠামোতে এমন হয় কি না, তা আমার জানা নেই।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2022 9:45 AM IST