অবশেষে ৩০ ঘণ্টা পর ক্যান্সারে আক্রান্ত, যন্ত্রণায় কাতর যুবককে ভর্তি নিল কলকাতা মেডিক্যাল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
গত ৩০ ঘণ্টা খোলা আকাশের নীচে পড়েছিলেন যন্ত্রণায় কাতর ক্যান্সার আক্রান্ত বীরভূমের শুকদেব মাল
#কলকাতা: অবশেষে কলকাতা মেডিক্যালে ভর্তি হলেন ক্যানসার আক্রান্ত কিশোর। ৩০ ঘণ্টা পর ভর্তি নিল হাসপাতাল।
গত ৩০ ঘণ্টা খোলা আকাশের নীচে পড়েছিলেন যন্ত্রণায় কাতর ক্যান্সার আক্রান্ত বীরভূমের শুকদেব মাল। বুধবার থেকে তাঁকে ভর্তি নেয়নি হাসপাতাল। বিভিন্ন বিভাগে ঘুরে নাজেহাল হয়ে পড়েছিল পরিবারের সদস্যরা। অবশেষে হাসপাতালে বেড পেলেন শুকদেব।
পুত্রসন্তানের বদলে কন্যাসন্তান দেওয়া হচ্ছে, দিন কয়েক আগেই মেডিক্যাল কলেজের চিকিৎসকদের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। শিশু বদলের অভিযোগ করায় চিকিৎসকরা মারধর করেন বলেও অভিযোগ উঠছিল। বউবাজার থানায় অভিযোগ দায়ের হয়। সোমবার সকালে হাসপাতালে সন্তান প্রসব করেন ডানকুনির রীতা দেবনাথ। পরিবারের অভিযোগ, রীতার পুত্রসন্তান হয়েছে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। এমনকি সদ্যোজাতকে দেখেও আসেন পরিবারের সদস্যরা।তারপরই চিকিৎসকরা জানান, পুত্র নয়, কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রীতা। থানার পাশাপাশি সুপারের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছে রীতার পরিবার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 21, 2019 4:18 PM IST