দক্ষিণ কলকাতায় ডায়েরিয়ার প্রকোপ, কারণ খুঁজতে জল ও স্বাস্থ্য দফতরকে নির্দেশ মেয়র ফিরহাদ হাকিম
Last Updated:
#কলকাতা: দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে ডায়েরিয়ার প্রকোপ। পানীয় জলের পাইপ ফেটেই কি বিপত্তি? দায়িত্ব নিয়েই ডায়েরিয়ার কারণ খুঁজতে জল ও স্বাস্থ্য দফতরকে নির্দেশ মেয়র ফিরহাদ হাকিম।
ঘরে ঘরে সবার বমি। সঙ্গে পেটের সমস্যা। একবার কমছে। আবার ফিরে আসছে। শিশু থেকে বয়স্ক বাদ নেই কেউই। প্রায় দু'সপ্তাহ ধরে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় ডায়েরিয়ার প্রকোপ।
- ৯১, ৯২, ১০৫ নম্বর ওয়ার্ডে ডায়েরিয়ায় আক্রান্ত অনেকেই
advertisement
- ঢাকুরিয়া, শহিদনগর, রামলালবাজার এলাকায় ডায়েরিয়ার প্রকোপ
স্থানীয়দের দাবি, পানীয় জল থেকেই ডায়েরিয়া ছড়িয়েছে। শপথের পর মঙ্গলবার পুরসভায় গিয়েই ডায়েরিয়া মোকাবিলায় বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর নির্দেশ,
advertisement
ডায়েরিয়া কারণ দ্রুত খুঁজে বের করতে হবে
জল ও স্বাস্থ্য দফতরের কর্মীরা এলাকায় গিয়ে অনুসন্ধান করবেন
এলাকার বিভিন্ন রেস্তোরাঁর খাবারও পরীক্ষার নির্দেশ
দু সপ্তাহ ধরে ডায়েরিয়ার প্রকোপে আতঙ্কিত ঢাকুরিয়া, শহিদনগর, রামলালবাজার এলাকার মানুষ। অনেকেই জল কিনে খাচ্ছেন। জল ফুটিয়েও খাচ্ছেন কেউ কেউ। জলের নমুনা পরীক্ষার প্রাথমিক রিপোর্টে কিছু না মিললেও জল সরবারের ওপর নজর রাখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 04, 2018 8:18 PM IST

