Kolkata Massive Fire: গুপ্তা ব্রাদার্স-এ ভয়াবহ আগুন, পার্কস্ট্রিটের কুইন্স ম্যানসন ঢাকল কালো ধোঁয়ায়

Last Updated:

Kolkata Massive Fire: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়৷ পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসনের বহুতলের একতলায় আগুন লেগেছে৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়৷ ভরদুপুরে পার্ক স্ট্রিটের মিষ্টির দোকানে আগুন। ঠিক দুপুর বারোটা চল্লিশ নাগাদ পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসন -এর গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। পার্ক স্ট্রিটে কুইন্স ম্যানসনের একতলায় একটি মিষ্টির দোকানে আগুন লাগে। মিষ্টির দোকানের কিচেনে আগুন লাগে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন৷
জানা গিয়েছে, কলকাতার জনপ্রিয় মিষ্টির দোকান গুপ্তা ব্রাদার্স-এ আগুন লেগেছে৷ কালো ধোঁয়ায় ঢেকেছে চারিদিক৷ এখনও আগুন জ্বলছে ভিতরে৷ কেউ আটকে আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷ পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসনের এই বিল্ডিংয়ে একাধিক দোকান রয়েছে৷ কোনও দোকানে ক্ষয়-ক্ষতি হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷ ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের ডিএমজি টিম। এই বহুতলের ওপরে অফিস এবং আবাসন রয়েছে। স্বাভাবিকভাবেই আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পার্ক স্ট্রিটের এই ম্যানসনে।
advertisement
advertisement
দমকলের চারটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে স্থানীয় পার্ক স্ট্রিট ও সেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকসহ দমকলের উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছেন। আগুনের শিখা বাইরে না দেখা গেলেও কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা। মাক্স পড়ে দমকল কর্মীরা লেভানোর চেষ্টা করেন।
advertisement
গতকাল রাতেও দ্বিতীয় হুগলী সেতুর ওপরে চলন্ত বাসে ভয়াবহ আগুন লাগে৷ যাত্রীদেরকে ভেতর থেকে টেনে নামিয়ে বের করা হয়৷ বাসে লাগা আগুনে ব্রীজেরও ক্ষয়ক্ষতি, ব্রীজের গাডারে আগুন লেগেছে৷ ব্রিজের উপর থেকে আগুন ছিটকে পড়ে ব্রিজের নিচে কয়লা ডিপোতেও আগুন ছড়িয়ে পড়ে৷ ভয়াবহ আগ্নিকাণ্ডে জীবনহানি না ঘটলেও ব্রিজের ক্ষতি হয়েছে৷ সঙ্গে সঙ্গেই ব্রিজের উপর সমস্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Massive Fire: গুপ্তা ব্রাদার্স-এ ভয়াবহ আগুন, পার্কস্ট্রিটের কুইন্স ম্যানসন ঢাকল কালো ধোঁয়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement