KIFF-এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু, চাঁদের হাট নেতাজি ইনডোরে, এলেন শাহরুখ, রানিও

Last Updated:

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং, চঞ্চল চৌধুরী প্রমুখেরা।

#কলকাতা: ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং, চঞ্চল চৌধুরী, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, পাওলি দাম, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, লাভলি মৈত্র, চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রমুখের উপস্থিতিতে উৎসবের ফিতে কাটা শুরু চলেছে। সঞ্চালনায় জুন মালিয়া এবং সাহেব চট্টোপাধ্যায়। শাহরুখ খান এলেন একটু দেরি করে, সঙ্গে এলেন রানি মুখোপাধ্যায়ও৷
শুরুতে একটাই প্রশ্ন উঠেছিল চারিদিকে, বলিউডের কিং খান এবং রানি মুখোপাধ্যায় কোথায়? হাসিমুখে জুন বললেন, ''আপনারা ভাবছেন বাদশা কোথায়? তিনি আসবেন আর কিছুক্ষণের মধ্যেই।'' তার কিছুক্ষণের মধ্যেই এসে হাজির হন, শাহরুখ, আসেন রানিও৷ তাঁদের সঙ্গে করে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KIFF-এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু, চাঁদের হাট নেতাজি ইনডোরে, এলেন শাহরুখ, রানিও
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement