বিমান থেকে নেমে কোথায় যাবেন, কী খাবেন, সব ব্যবস্থা করবে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ

Last Updated:

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই কেন্দ্র থেকে শহরকে ভাল ভাবে চিনে নেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়াও থাকবে, মানি এক্সচেঞ্জ কাউন্টার, সিম কার্ড কাউন্টার, টেলিফোন এক্সচেঞ্জ, ওষুধের দোকান এবং সর্বোপরি এক জন অ্যাটেনডেন্ট।

#কলকাতা: পর্যটক-বান্ধব হতে উদ্যোগ কলকাতা বিমানবন্দরের, এমনটা যদি সত্যি হয়! কলকাতায় প্রথমবার পা দিয়েই আপনি ভেসে যাচ্ছেন আতিথেয়তায়। কোথায় যাবেন, কী খাবেন, থাকবেনই বা কোথায়, সবই একেবারে হাতের মুঠোয়। এমনকী, অজানা শহরের বিমানবন্দরে নেমেই আপনাকে একেবারে রাস্তায় গিয়ে দাঁড়াতে হচ্ছে না। বরং, থাকছে একটু জিরিয়ে নেওয়ার, একটু দু'দণ্ড বসে পরিকল্পনা করার সুযোগ। সঙ্গে চাইলে সেরে নিতে পারেন খানিক পেট পুজো। থাকবে নিজেকে একটু পরিচ্ছন্ন করে নেওয়ার সুযোগও।
শহরে পা রাখা পর্যটকদের পাশে দাঁড়াতে এমনই ভাবনা কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের। যার পোশাকী নাম হতে চলেছে 'কলকাতা এয়ারপোর্ট ট্যুরিস্ট মিট অ্যান্ড গ্রিট'। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, অচিরেই এই কেন্দ্রের মাধ্যমে কলকাতা হয়ে উঠবে দেশের সবচেয়ে পর্যটক-বান্ধব বিমানবন্দর।
কী কী সুবিধে মিলবে ওই কেন্দ্রে?
advertisement
বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই কেন্দ্র থেকে শহরকে ভাল ভাবে চিনে নেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়াও থাকবে, মানি এক্সচেঞ্জ কাউন্টার, সিম কার্ড কাউন্টার, টেলিফোন এক্সচেঞ্জ, ওষুধের দোকান এবং সর্বোপরি এক জন অ্যাটেনডেন্ট। এয়ারপোর্ট অ্যাডভাইসরি কমিটির সদস্য দেবজিৎ দত্ত বলেন, "এতে পর্যটনের বিপুল সুবিধে হবে। অনেক সময়ে শহরে নতুন আসা পর্যটকদের বিভিন্ন দালালেরা নানা ভাবে ঠকায়। ওই কেন্দ্রে তার সুযোগ নেই। সঙ্গে বিভিন্ন পর্যটন সংস্থা তাদের ক্রেতাদের ওখান থেকে সহজেই যোগাযোগ করে নিতে পারবেন।"
advertisement
বিমানবন্দর কর্তৃপক্ষের এক কর্তার কথায়, "যে কোনও শহরে পর্যটক এলে তাঁর প্রথম অনুভূতিটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর সেটাতেই আমরা তাঁর মন জয় করে নেওয়ার চেষ্টা করছি। এতে পর্যটন শিল্পের উন্নয়ন হবে। আর তা হলে আখেরে বিমান পরিবহণ শিল্পেরই লাভ।" বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, অচিরেই এই কেন্দ্রের মাধ্যমে কলকাতা হয়ে উঠবে দেশের সবচেয়ে পর্যটক-বান্ধব বিমানবন্দর। শহরে পা রাখা পর্যটকদের পাশে দাঁড়াতে এমনই ভাবনা কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের। যার পোশাকী নাম হতে চলেছে 'কলকাতা এয়ারপোর্ট ট্যুরিস্ট মিট অ্যান্ড গ্রিট'।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিমান থেকে নেমে কোথায় যাবেন, কী খাবেন, সব ব্যবস্থা করবে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ
Next Article
advertisement
ISF Left Front Alliance Talk: বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
  • বাম-আইএসএফ জোট আলোচনা শুরু৷

  • আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকে নওশাদ সিদ্দিকি৷

  • বৈঠকে উপস্থিত ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম৷

VIEW MORE
advertisement
advertisement