কলকাতার ময়দানের ঘোড়াদের 'স্বাস্থ্য' রিপোর্ট তলব হাইকোর্টের 

Last Updated:

১৯ সেপ্টেম্বর প্রাথমিক  রিপোর্ট পেশের নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের।  

#কলকাতা: কেউ বলেন টুকটুক গাড়ি। আবার কেউ বলেন বিকেলের আনন্দ যাত্রা। ময়দানে একপাক ঘোড়ার গাড়িতে চড়ার দিন কি ফুরিয়ে এল?  ঘোড়ার গাড়ি ময়দানে বন্ধ চেয়ে জনস্বার্থ মামলায় নতুন করে রিপোর্ট তলব হাইকোর্টের। কলকাতার  বুকে ঘোড়া কত? ময়দানে ঘোড়াদের স্বাস্থ্যের হাল-হকিকত কী? ঘোড়াদের জন্য স্বাস্থ্য পরিষেবা কেমন? ঘোড়াদের 'স্বাস্থ্য' রিপোর্ট তলব হাইকোর্টের।
৪ সদস্যের কমিটি গড়ে তাঁদের দিয়েই ময়দানের ঘোড়াদের স্বাস্থ্য রিপোর্ট চাইল হাইকোর্ট। ঘোড়াদের স্বাস্থ্যের নজরদারি ও দেখভালের জন্য ৪ সদস্যের কমিটি গড়ল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। রাজ্যের প্রাণীজ সম্পদ দফতরের অধিকর্তা, কেন্দ্রের অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড-একজন সদস্য এবং এক স্বেচ্ছাসেবি সংগঠন মনোনীত প্রতিনিধি, একজন জনস্বার্থমামলাকারী প্রতিনিধি, এই চার সদস্যদের নিয়ে সোমবার কমিটি গঠন সোমবার করে দিল হাইকোর্ট।  ১৯ সেপ্টেম্বর প্রাথমিক  রিপোর্ট পেশের নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের।
advertisement
advertisement
করোনা ঝড়ের সময় দেখা যায় ময়দানে না খেতে পাওয়া রুগ্ন ঘোড়ার দল।ঘোড়ার গাড়ি বন্ধের আবেদন নিয়ে হয় জনস্বার্থ মামলা। সেই মামলায় রাজ্যের অবস্থান জানতে চায় আদালত। সোমবার রাজ্যের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল অমিতেশ বন্দোপাধ্যায় জানান, ঘোড়ার গাড়ি বন্ধ করতে চায় না রাজ্য, তবে ময়দানে ঘোড়ার গাড়ির নিয়ন্ত্রণ জরুরি। সেই মর্মে রাজ্য পদক্ষেপ করতে শুরু করেছে। ময়দানে ঘোড়াকে ঘিরে অনেক পরিবারের রুজিরোজগার। রাতারাতি সেই পরিবারগুলিকে পথে বসাতে চায় না রাজ্য। ঘোড়াদের স্বাস্থ্য পরীক্ষার জন্য শিবির করা হয়েছে। প্রয়োজনে নতুন নির্দেশিকা রাজ্য তৈরি করবে। জনস্বার্থ মামলাকারী তরফে আইনজীবী অভ্রতোষ মজুমদার প্‌রশ্ন তোলেন, রাজ্য নিয়ন্ত্রের কথা বললেও তাদের সেই পদক্ষেপ কোথায়? ২০২১ সালে তারা রিপোর্ট দিয়ে যা জানিয়েছিল, তারপর অগ্রগতি কিছু নেই। সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আপাতত ৪ সদস্যের কমিটি ছয় মাসের জন্য কাজ করবে।
advertisement
এ'ছাড়া রাজ্যকে আদালত নির্দেশ দিয়েছে, ময়দান এলাকার ঘোড়াদের দেখভাল এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে চার মাসের মধ্যে নতুন নির্দেশিকা জারি করতে। আগামী ১৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
ARNAB HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতার ময়দানের ঘোড়াদের 'স্বাস্থ্য' রিপোর্ট তলব হাইকোর্টের 
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement