Recruitment News: উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের জন্য দুঃসংবাদ! ডিভিশন বেঞ্চে খারিজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরাও যাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন, সেই মর্মে আবেদন জানিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন উচ্চ প্রাথমিকের একদল পার্শ্ব শিক্ষক।
কলকাতা: উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা অংশগ্রহণ করতে পারবেন না প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ৷ ২০২২ সালের প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নির্দেশ খারিজ করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।
উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরাও যাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন, সেই মর্মে আবেদন জানিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন উচ্চ প্রাথমিকের একদল পার্শ্ব শিক্ষক।
advertisement
আরও পড়ুন: চা খাইয়ে সৌরভই নিয়ে গিয়েছিল সিনিয়রদের ঘরে, তার পরে ৬ জন মিলে তিন ঘণ্টা টানা ‘নির্যাতন’?
সেই আবেদনের ভিত্তিতে উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
advertisement
সম্প্রতি সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিকের পার্শ্বশিক্ষকরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন৷ সেই আবেদনেরই শুনানি ছিল বুধবার৷ সেই মামলার প্রেক্ষিতে বুধবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 16, 2023 12:09 PM IST