পঞ্চায়েতে ই-মনোনয়নে সায় হাইকোর্টের, যুগান্তকারী নির্দেশ আদালতের

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনে অনলাইন মনোনয়নে সায় হাইকোর্টের ৷

#কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে অনলাইন মনোনয়নে সায় হাইকোর্টের ৷ ই-মনোনয়ন মঞ্জুর করল ডিভিশন বেঞ্চ ৷ সিপিএমের ই-মনোনয়নের আর্জি মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷  ই-মনোনয়ন গ্রহণের নির্দেশ ডিভিশন বেঞ্চের ৷
২৩ এপ্রিল দুপুর ৩টে পর্যন্ত সিপিএমের যতজন প্রার্থী মনোনয়ন পাঠিয়েছেন, সেগুলি গ্রহণ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ ৷ ই-মেলে আবেদনকারী প্রার্থীদের তালিকাও প্রকাশ করতে বলা হয়েছে।
ই-মেলে মনোনয়ন হলে মৃত্যুর হার কমবে, ভোটের প্রতি আগ্রহ বাড়বে ভোটারদের ৷ এমনটাই জানিয়েছে আদালত ৷ তবে ই-মেলে পাঠানো মনোনয়ন পত্র দেখায় অনীহার জন্য ফের আদালতের ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য নির্বাচন কমিশন ৷ ই-মেলে আবেদনকারীদের তালিকাও প্রকাশ করতে বলা হয়েছে কমিশনকে ৷
advertisement
advertisement
সিপিএমের ৮০০ প্রার্থী ই-মনোনয়ন দাবি করেছেন ৷ মনোনয়নপত্র স্ক্রুটিনি করতে সময় লাগবে ৷ প্রার্থী তালিকায় নাম রাখতে হবে প্রার্থীদের ৷ নাম রাখতে হবে ই-মনোনয়ন করা প্রার্থীদের ৷ ই-মনোনয়ন সঠিক থাকলে তালিকায় নাম থাকবে ৷ বুধবার থেকে টানা ৩ দিন ছুটি থাকছে ৷ পরে শনি-রবিবারও ছুটির দিন ৷ সেকারণে ১৪ মে ভোট কার্যন্ত অসম্ভব বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চায়েতে ই-মনোনয়নে সায় হাইকোর্টের, যুগান্তকারী নির্দেশ আদালতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement