Narada Scam Hearing: দুই বিচারপতির মতভেদ, চার নেতাকে গৃহবন্দি করার প্রস্তাব দিল হাইকোর্ট

Last Updated:

নারদ কাণ্ডে (Narada Scam) চার ধৃত নেতার জামিনের বিষয়টির শুনানি আরও বৃহত্তর বেঞ্চে পাঠাতে চান দুই বিচারপতি৷ কারণ জামিনের বিষয় নিয়ে এ দিন দুই বিচারপতির মধ্যে মতভেদ হয় বলে খবর৷

#কলকাতা: নারদ কাণ্ডে ধৃত চার নেতাকেই আপাতত গৃহবন্দি করার প্রস্তাব দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ নারদ কাণ্ডে ধৃত চার হেভিওয়েট নেতার শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এই প্রস্তাব দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ যদিও সিবিআই-এর পক্ষে তুষার মেহতা এবং অভিযুক্তদের তরফে অভিষেক মনু সিংভি দু' জনেই এই প্রস্তাবের বিরোধিতা করেছেন৷ জানা গিয়েছে, চার ধৃত নেতার জামিনের বিষয়টির শুনানি আরও বৃহত্তর বেঞ্চে পাঠাতে চান দুই বিচারপতি৷ কারণ জামিনের বিষয় নিয়ে এ দিন দুই বিচারপতির মধ্যে মতভেদ হয় বলে খবর৷
বৃহস্পতিবার হাইকোর্টের শুনানি বাতিল হয়ে যাওয়ার পর এ দিন বেলা ১১.১৫ নাগাদ ফের চার নেতার জামিনের উপর স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদনের শুনানি শুরু হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চে৷ কিন্তু শুনানি কিছুক্ষণ চলার পর ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় চার নেতার জামিনের পক্ষেই মত দেন৷ কিন্তু তাঁর সঙ্গে সহমত পোষণ করেননি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল৷ দুই বিচারপতির মধ্যে মতভেদ হওয়ায় তাঁরা ধৃতদের গৃহবন্দি রাখার প্রস্তাব দেন৷ তবে নিজেদের মধ্যে আলোচনা করার জন্য শুনানি প্রক্রিয়া কিছুক্ষণের জন্য বিরতিও নেন দুই বিচারপতি৷
advertisement
তবে গৃহবন্দি রাখার এই প্রস্তাবের সঙ্গে না অভিযুক্তদের আইনজীবীরা, না সিবিআই-এর পক্ষে সওয়াল করা সলিসিটর জেনারেল তুষার মেহতা- কেউই সহমত হননি৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Narada Scam Hearing: দুই বিচারপতির মতভেদ, চার নেতাকে গৃহবন্দি করার প্রস্তাব দিল হাইকোর্ট
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement