Narada Scam Hearing: দুই বিচারপতির মতভেদ, চার নেতাকে গৃহবন্দি করার প্রস্তাব দিল হাইকোর্ট
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নারদ কাণ্ডে (Narada Scam) চার ধৃত নেতার জামিনের বিষয়টির শুনানি আরও বৃহত্তর বেঞ্চে পাঠাতে চান দুই বিচারপতি৷ কারণ জামিনের বিষয় নিয়ে এ দিন দুই বিচারপতির মধ্যে মতভেদ হয় বলে খবর৷
#কলকাতা: নারদ কাণ্ডে ধৃত চার নেতাকেই আপাতত গৃহবন্দি করার প্রস্তাব দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ নারদ কাণ্ডে ধৃত চার হেভিওয়েট নেতার শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এই প্রস্তাব দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ যদিও সিবিআই-এর পক্ষে তুষার মেহতা এবং অভিযুক্তদের তরফে অভিষেক মনু সিংভি দু' জনেই এই প্রস্তাবের বিরোধিতা করেছেন৷ জানা গিয়েছে, চার ধৃত নেতার জামিনের বিষয়টির শুনানি আরও বৃহত্তর বেঞ্চে পাঠাতে চান দুই বিচারপতি৷ কারণ জামিনের বিষয় নিয়ে এ দিন দুই বিচারপতির মধ্যে মতভেদ হয় বলে খবর৷
বৃহস্পতিবার হাইকোর্টের শুনানি বাতিল হয়ে যাওয়ার পর এ দিন বেলা ১১.১৫ নাগাদ ফের চার নেতার জামিনের উপর স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদনের শুনানি শুরু হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চে৷ কিন্তু শুনানি কিছুক্ষণ চলার পর ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় চার নেতার জামিনের পক্ষেই মত দেন৷ কিন্তু তাঁর সঙ্গে সহমত পোষণ করেননি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল৷ দুই বিচারপতির মধ্যে মতভেদ হওয়ায় তাঁরা ধৃতদের গৃহবন্দি রাখার প্রস্তাব দেন৷ তবে নিজেদের মধ্যে আলোচনা করার জন্য শুনানি প্রক্রিয়া কিছুক্ষণের জন্য বিরতিও নেন দুই বিচারপতি৷
advertisement
তবে গৃহবন্দি রাখার এই প্রস্তাবের সঙ্গে না অভিযুক্তদের আইনজীবীরা, না সিবিআই-এর পক্ষে সওয়াল করা সলিসিটর জেনারেল তুষার মেহতা- কেউই সহমত হননি৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2021 11:54 AM IST