Kolkata HC: 'কিসের ভিত্তিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে?' ওড়িশায় শ্রমিকদের হেনস্থার অভিযোগে প্রশ্ন হাইকোর্টের

Last Updated:

বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটকে রেখে হেনস্তার অভিযোগ ওঠে। ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগে একাধিক প্রশ্নের উত্তর চাইল কলকাতা হাইকোর্ট

বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটকে রেখে হেনস্তার অভিযোগ
বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটকে রেখে হেনস্তার অভিযোগ
কলকাতা: বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটকে রেখে হেনস্তার অভিযোগ ওঠে। ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগে একাধিক প্রশ্নের উত্তর চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, ‘কেন বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে? কিসের ভিত্তিতে আটক করা হয়েছে? কোনও এফআইআর দায়ের হয়েছে কি? আটক করার পরে ওই পরিযায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? এখন তাঁরা কোথায় রয়েছেন?”
হাইকোর্টের নির্দেশ, রাজ্যের মুখ্যসচিব বা সেই পদমর্যাদার একজন আধিকারিক আদালতের এই প্রশ্নগুলি ওড়িশার মুখ্য সচিবকে পাঠাবে। প্রশ্নের উত্তর দেখে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।
ওড়িশার ঝাড়সুগুদা জেলায় কাজ করতে গিয়ে নদিয়ার ২৩ জন শ্রমিক পুলিশের হাতে আটক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের কাছে সমস্ত বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও দিনের পর দিন আটকে রাখা হয়েছে বলে অভিযোগ।
advertisement
advertisement
বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের দেশের নানা জায়গায় আটক করা হচ্ছে বলে অভিযোগ। ওড়িশার পর দিল্লিতেও বাংলার ছ’জন শ্রমিককে আটক করার অভিযোগ সামনে আসে। ১৮ জুন দিল্লির রোহিনী পুলিশ জেলার কে. এন কাটজু থানা এলাকায় ছ’জনকে আটক করা হয় বলে অভিযোগ।
দিল্লি ও ওড়িশার পর গুজরাতেও বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ ওঠে। অভিযোগ, সুরতে কাজ করতে যাওয়া বোলপুরের সনসৎ গ্রামের বাসিন্দা শেখ মোজাম্মেল নামে ওই পরিযায়ী শ্রমিককে ‘বিনা অপরাধে’ দীর্ঘ ক্ষণ আটকে রেখেছিল গুজরাত পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata HC: 'কিসের ভিত্তিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে?' ওড়িশায় শ্রমিকদের হেনস্থার অভিযোগে প্রশ্ন হাইকোর্টের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement