Kolkata Fire Brigade: শুক্রবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে জ্বলেছে দিল্লি, সেখান থেকে শিক্ষা নিয়ে কলকাতায় দমকল প্রশিক্ষণ শিবির 

Last Updated:

কলকাতার বড়বাজারে দমকল ও পুলিশের উপস্থিতিতে হয় এই প্রশিক্ষণ শিবির। 

#কলকাতা: শুক্রবার বিকেলে দিল্লির মুন্দকা মেট্রো স্টেশনের পাশে একটি  বহুতলে বিধ্বংসী আগুন লাগে! অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ২৭ জনের। দিল্লির ঘটনা থেকে শিক্ষা নিয়ে  শনিবার কলকাতার বড়বাজারের সত্যনারায়ণ পার্কে দমকল দফতর ও বড়বাজার থানার তরফে আয়োজন করা হল একটি প্রশিক্ষণের যেখানে মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কীভাবে দ্রুত আগুন আয়ত্তে আনা যায়, সেই বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়।
অনেক অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে অগ্রনী ভূমিকা নেয় স্থানীয় বাসিন্দারা, প্রকৃত প্রশিক্ষণের অভাবে দমকল বাহিনীর অত্যাধুনিক সামগ্রী দিয়ে জল দিতে ব্যর্থ হয় অনেক সময়। সেই অসুবিধা  থেকে মুক্তি পেতে ও দ্রুত আগুন আয়ত্তে আনার পদ্ধতি দেখাল দমকল বাহিনী। প্শিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার আসিক আহমেদ, বড়বাজার থানার অফিসার ইন চার্জ সুপ্রিয় কুমার পাল, দমকল বাহিনীর অফিসার-সহ স্থানীয় পৌরপ্রতিনিধি। এই শিবিরে প্রশিক্ষণ  দেওয়া হয়  স্থানীয় বাসিন্দা ও  নিরাপত্তা রক্ষীদের।
advertisement
আগুনে ভস্মীভূত দীল্লির বহুতলে এই ধ্বংসলীলার পিছনে অন্যতম কারণ ওই বহুতলের ঢোকার ও বেরনোর পথ। বহুতলের প্রবেশের পথ এবং প্রস্থানের পথ একটিই।  ফলে ভয়ে ও আতঙ্কে অনেক মানুষ আটকা পড়েও সহজে বেরিয়ে পড়তে পারেননি। শুক্রবার বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয়টি সামনে আসতেই প্রশিক্ষণ শিবিরে দমকল বাহিনীর তৈরি নিয়মগুলোও বারবার মনে করিয়ে দেওয়া হয়। জানানো হয়, প্রবেশ ও প্রস্থানের পথ পৃথক করার প্রয়োজনীয়তা, আরও কি কি করনীয় তা স্থানীয় লোকজনদের বুঝিয়ে দেওয়া হয় শিবিরে। কলকাতার বড়বাজারে এই প্রশিক্ষণ শিবির করার বিশেষ গুরুত্ব আছে বলে মনে করছেন অনেকেই। কারণ কলকাতা শহরের ঘিঞ্জি এলাকার মধ্যে অন্যতম বড়বাজার, অতীতে বাগরি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ীরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Fire Brigade: শুক্রবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে জ্বলেছে দিল্লি, সেখান থেকে শিক্ষা নিয়ে কলকাতায় দমকল প্রশিক্ষণ শিবির 
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement