Kolkata Bomb Case: কলকাতার ভ্যাটে টাইম বোমা? তোলপাড় শহর, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, বস্তুটি আসলে কী?

Last Updated:

Kolkata Bomb Case: আজ সকাল সাড়ে সাতটা নাগাদ কর্পোরেশনের এক সাফাই কর্মী কুঁদঘাটের ব্যানার্জি পাড়ার একটি ঘাটে ময়লা কুড়াতে আসেন। সেই সময় তিনি লক্ষ্য করেন একটি কালো রঙের বস্তু যা তার দিয়ে সংযোগ রয়েছে।

কলকাতার ভ্যাটে টাইম বোমা?
কলকাতার ভ্যাটে টাইম বোমা?
কলকাতা: কলকাতার হরিদেবপুরে বোমা উদ্ধার। বোমাতে সবুজ লাল নীল রঙের তার লাগানো রয়েছে। তদন্তকারীরা মনে করছে টাইমার লাগানো রয়েছে। হরিদেবপুর থানা এলাকার ব্যানার্জী পাড়ায় একটি ভ্যাট থেকে উদ্ধার হল বোমা। ঘটনাস্থলে রয়েছে হরিদেবপুর থানার পুলিশ। ঘটনাস্থলে এন.ডি.আর.এফ-এর টিম। ১৫ জন সদস্যের দল এসেছে। এর মধ্যে ২ জন কমান্ডার এবং ১৩ জন উদ্ধারকারী সদস্য রয়েছেন। এটি আইইডি কিনা পরীক্ষা করে দেখছে বিশেষজ্ঞরা।
আজ সকাল সাড়ে সাতটা নাগাদ কর্পোরেশনের এক সাফাই কর্মী কুঁদঘাটের ব্যানার্জি পাড়ার একটি ঘাটে ময়লা কুড়াতে আসেন। সেই সময় তিনি লক্ষ্য করেন একটি কালো রঙের বস্তু যা তার দিয়ে সংযোগ রয়েছে। সেই দেখেই তিনি ভয় পেয়ে যান, সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষদের এবং তাঁর দফতরের সবাইকে খবর দেন।
advertisement
advertisement
সবাই ছুটে এসে বস্তুটি দেখে রীতিমত চমকে যান। স্থানীয় মানুষরা দাবি করতে থাকেন বোমা বলে। পরে হরিদেবপুর থানায় খবর গেলে হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। বস্তুটি কী? সেটা নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হয়। যেহেতু অপরিচিত এবং ইলেকট্রনিক ডিভাইস বলেই মনে করছেন সবাই। তাই স্থানীয় মানুষেরা বোমের ভয়ে আতঙ্কিত।
advertisement
হরিপুর থানা পুলিশ বোম স্কোয়াডে খবর দেয়। খবর পেয়ে কলকাতা পুলিশের বব স্কোয়াড এসে পৌঁছায় এবং তারা ওই বস্তুটি উদ্ধার করে জলের বালতির মধ্যে ডুবিয়ে রাখে। পরে স্নিফার ডগ এনে দেখা হয়। সূত্রের খবর ওটি বোম হতে পারে। তবে বোম বিশেষজ্ঞ রায় বলতে পারবেন, বস্তুটি আসলে কী। ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না সুর দাবি করেন, লোকসভা ভোটের আগে নতুন করে কেউ সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছেন হয়ত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Bomb Case: কলকাতার ভ্যাটে টাইম বোমা? তোলপাড় শহর, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, বস্তুটি আসলে কী?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement