Kolkata Bijaygarh Death: প্লাস্টিকে মোড়া পচা-গলা দেহ, বিজয়গড়ে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
দক্ষিণ কলকাতার বিজয়গড়ে পচা গলা দেহ উদ্ধার
#কলকাতা: দক্ষিণ কলকাতার বিজয়গড়ে পচা গলা দেহ উদ্ধার। জানা যায়, দেহ প্লাস্টিক দিয়ে মোড়া ছিল। মৃতের নাম নিধির কুন্ডু, বয়স ৬৮ বছর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়েছে! ঘটনায় তদন্ত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়! পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে! ঘটনার তদন্ত শুরু করেছে বিজয়গড় থানা।
২০১৯ সালে বিজয়গড়ে ভাড়ার ঘর থেকে উদ্ধার হয় এক বৃদ্ধের দেহ। পুলিশ দেহ এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকেরা জানান, অন্তত তিন দিন আগে মৃত্যু হয়েছে সুকৃতিভূষণ দত্ত নামে প্রাক্তন ওই ডব্লিউবিসিএস অফিসারের। বিজয়গড়ে রাম ঠাকুরের আশ্রমের ঠিক পিছন দিকে একটি বাড়ির দোতলায় প্রায় তিন দশক ধরে ভাড়া থাকতেন অশীতিপর বৃদ্ধ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2022 2:45 PM IST