Nicco Park: লাইন দিতে নারাজ, নিকো পার্কে পুলিশকে বেধড়ক মারল ৫ যুবক!
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Written by:Anup Chakraborty
Last Updated:
নিকো পার্কের অপারেশন ডিপার্টমেন্টের সিনিয়র অফিসারকে মারধরের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে।
কলকাতা: মনোরম নিকো পার্কের প্রাকৃতিক শোভা উপভোগ করতে আসেন মানুষ। সেই মনোরম পার্কেই রাইড চড়াকে কেন্দ্র করে তুমুল বচসা।নিকো পার্কের এই বচসার জেরে আহত পুলিশ অফিসার। নিকো পার্কের অপারেশন ডিপার্টমেন্টের সিনিয়র অফিসারকে মারধরের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় সেই অফিসারকে ভর্তি করা হয় বিধান নগর সাব ডিভিশনাল হসপিটালে। এই ঘটনায় পাঁচজন মূল অভিযুক্তকে গ্রেফতার করলো বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর শনিবার দিন পাঁচজন যুবক নিকো পার্কে রাইড চড়তে যাওয়ার সময় লাইনে দাঁড়াতে অস্বীকার করে। সেই সময় নিকো পার্কের অপারেশন ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার মলয় চ্যাটার্জি তাদের বাধা দিতে গেলে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেই সময় ওই পাঁচজন যুবক মলয় চ্যাটার্জিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অফিসার মলয় চ্যাটার্জীকে গুরুতর আহত অবস্থায় বিধান নগর সাব ডিভিশনাল হসপিটালে ভর্তি করা হয়।
advertisement
advertisement
এই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার মূল অভিযুক্ত মুক্তার আলম, মোহাম্মদ শাহজাদ আলম, আফরোজ আলম, মোহাম্মদ ফিরোজ আলম এবং মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। আজ অভিযুক্তদের বিধান নগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতের আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। কি কারনে এই ধরনের ঘটনা সে বিষয়ে তদন্ত করে দেখছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2023 1:38 PM IST