Kolkata: শহরের রাস্তায় ঘুরছে অর্জুনের প্রতিবাদী সাইকেল, ইনিই প্রথম তৃণমূলের হয়ে দেওয়াল লিখেছিলেন

Last Updated:

অর্জুনের কথায় ' ব্যানার্জি মানেই এনার্জি, ২৬ এর নির্বাচনে মমতায় আসবে ক্ষমতায়। মা যেমন করে পরিবারকে আগলে রাখে তেমন করেই মমতা বন্দ্যােপাধ্যায়ও আগলে রাখে পশ্চিমবঙ্গকে। তাই বাংলা নিজের মেয়েকে চাই বারবার '। 

শহরের রাস্তায় ঘুরছে অর্জুনের প্রতিবাদী সাইকেল
শহরের রাস্তায় ঘুরছে অর্জুনের প্রতিবাদী সাইকেল
কলকাতা: অর্জুন সর্দার। বাড়ি হাজরা মোড়। মস্ত দাড়ি, অগোছালো জামাকাপড়, মাথায় হেলমেট, হেলমেটের একটা ছোট টবে একটি গাছ (ঘাস জাতীয়)। বুধবার ভিন রাজ্যে বাঙালি নিপীড়ণের বিরুদ্ধে মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলেই অর্জুন সর্দারের প্রতিবাদী সাইকেল ঘুরছে দেখে সবাই থমকে দাঁড়ায়। তোলে সেলফি।
৩৬৫ দিন ভ্রাম্যমান সাইকেল নিয়ে ঘুরছেন অর্জুন। গ্যাসের দাম বৃদ্ধি, এনআরসি-র প্রতিবাদ, বাংলার লাঞ্ছন, বাঙালিদের লাঞ্চনা,  ২১ জুলাইয়ের আহ্বান নিয়ে সাজান এই সাইকেল নজর কাড়ল ডোরিনা ক্রসিংয়ে প্রতিবাদী মিছিলের ভিড়ে। অর্জুনের কথায় ‘ ব্যানার্জি মানেই এনার্জি, ২৬-এর নির্বাচনে মমতা আসবে ক্ষমতায়। মা যেভাবে পরিবারকে আগলে রাখেন, মমতা বন্দ্যােপাধ্যায়ও সেভবে আগলে রাখেন পশ্চিমবঙ্গকে। তাই বাংলার মেয়েকে চাই বারবার ‘।
advertisement
অর্জুন সর্দার সেই ব্যক্তি যিনি হরিশ চ্যাটার্জি রোডে প্রথম তৃণমূলের হয়ে দেওয়াল লিখেছিলেন। সেই থেকেই শুরু। বদলাননি দল। অর্জুন বলছেন, ‘ রাজাকে না মারতে পেরে প্রজাদের উপর বাড়তি চাপ তৈরি করতে চাইছে বিজেপি আর তাতে বিশেষ লাভ হবে না। আমাদের দমিয়ে রাখা যবে না ‘। অর্জুনের সাইকেল ঘুরছে৷ ঘুরে ঘুরে প্রতিবাদ পৌঁছে দিচ্ছে শহরের আনাচে কানাচে। বছরে প্রতিদিন এটাই তাঁর কাজ। পাশাপাশি জলের ব্যবসা করে সে। অর্জুনের লক্ষ ২৬-এ তৃণমূলের জয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata: শহরের রাস্তায় ঘুরছে অর্জুনের প্রতিবাদী সাইকেল, ইনিই প্রথম তৃণমূলের হয়ে দেওয়াল লিখেছিলেন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement