Kolkata Airport: বড় খবর, আমূল বদলে যাবে কলকাতা বিমানবন্দর! কী পরিবর্তন আসছে?

Last Updated:

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে এই মুহূর্তে ওঠা নামা করে প্রতিদিন ৩৭০-৩৮০ বিমান। রবিবার থেকে শুরু হচ্ছে সামার শিডিউল।

চলছে সংস্কার
চলছে সংস্কার
#কলকাতা: কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) রানওয়ে সংস্কারে বাড়ল সময়সীমা। রানওয়ের সঙ্গে সংযুক্ত র‍্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ের সংস্কারের কাজে আরও বেশ খানিকটা সময় লাগবে৷ তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে প্রাইমারি রানওয়ে। ইতিমধ্যেই এই বিষয়ে নোটিশ অর্থাৎ নোটিশ টু এয়ারম্যান জারি করে দেওয়া হয়েছে। কলকাতা বিমানবন্দরে এই মুহূর্তে ওঠা নামা করে প্রতিদিন ৩৭০-৩৮০ বিমান। রবিবার থেকে শুরু হচ্ছে সামার শিডিউল। ফলে ধরে নেওয়া হচ্ছে আজ থেকে আরও বাড়বে বিমানের সংখ্যা।
দেশ জুড়ে সামার শিডিউলের কারণে কলকাতায় বিমান চলাচলের সংখ্যা বেড়ে  হতে পারে   ৪৩০ থেকে ৪৪০টি। একই সঙ্গে শুরু হচ্ছে পুরোপুরি আন্তর্জাতিক বিমান পরিষেবা। প্রথমে মনে করা হয়েছিল শনিবার অর্থাৎ ২৬ মার্চ প্রাইমারি রানওয়ে সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। কিন্তু আরও কিছু কাজের জন্যে আগামী ৩ এপ্রিল অবধি বন্ধ রাখা হবে প্রাইমারি রানওয়ে। এর ফলে যাবতীয় বিমান ওঠা-নামার কাজ চলবে সেকেন্ডারি রানওয়ে ধরে।তবে সেকেন্ডারি রানওয়ে দিয়ে ঘন্টায় ১৫ থেকে ২০টি বিমান ওঠা-নামা করতে পারে৷ প্রাইমারি রানওয়ে ধরে বিমান ওঠা-নামা করে আরও বেশি। ৩০ থেকে ৪০'টি বিমান ওঠা-নামা করতে পারে৷
advertisement
advertisement
আগামী ৩ এপ্রিল পর্যন্ত অবশ্য নির্ভরশীল থাকতে হবে সেকেন্ডারি রানওয়ের উপরেই। কিন্তু কেন সংষ্কার করা হচ্ছে র‍্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে? প্রতিটি বিমান অবতরণের ক্ষেত্রে এর ফলে সময় লাগবে কম করে ২০ সেকেন্ড। যার ফলে প্রতি ঘন্টায় বিমান ওঠা-নামার ক্ষেত্রে ১০'টি করে বিমান বেশি ওঠা-নামা করতে পারবে৷ এখন একটি বিমান অবতরণ করার পরে রানওয়ে থেকে বেরোতে সময় লাগে ৫০ সেকেন্ড। সংস্কার হয়ে গেলে সময় লাগবে ৩০ সেকেন্ড।
advertisement
অন্যদিকে প্রাইমারি রানওয়েতে এই মুহূর্তে ৪২ বিমান ওঠা-নামা করতে পারবে। এর পরে সেকেন্ডারি রানওয়ের র‍্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে যুক্ত করে দেওয়া হবে৷ আগামী নভেম্বরে এই কাজ করা হবে।এখন প্রাইমারি রানওয়ের সাথে মোট তিনটি র‍্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে যুক্ত করা হচ্ছে। একটি মধ্যমগ্রামের দিক থেকে আসা বিমান অবতরণের জন্য। দুটি রাজারহাটের দিক থেকে আসা বিমানের অবতরণের জন্য।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Airport: বড় খবর, আমূল বদলে যাবে কলকাতা বিমানবন্দর! কী পরিবর্তন আসছে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement