Kolkata Airport Metro Line: দ্রুত গতিতে কাজ চলছে কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনের
- Published by:Siddhartha Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
কেমন হচ্ছে বিমানবন্দর মেট্রো স্টেশন? জানুন ৷
আবীর ঘোষাল, কলকাতা: দ্রুত গতিতে কাজ এগোচ্ছে বিমানবন্দর মেট্রো স্টেশনের। এই মেট্রো স্টেশন সংযোগকারী স্টেশন হবে নোয়াপাড়া-বারাসাত ও নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো স্টেশনের।
প্রাথমিকভাবে নোয়াপাড়া-বারাসাত, ভায়া বিমানবন্দর মেট্রো করিডরের নোয়াপাড়া-বিমানবন্দর অংশে ৬.২৫ কিলোমিটার পরিষেবা শুরু হবে। ওই যাত্রাপথে মোট চারটি স্টেশন আছে - নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, বিমানবন্দর। শুধুমাত্র বিমানবন্দর স্টেশন হচ্ছে পাতাল স্টেশন। অর্থাৎ এই অংশে ভূগর্ভস্থ বা ‘আন্ডারগ্রাউন্ড’ স্টেশন হতে চলেছে বিমানবন্দর স্টেশন। তবে এই অংশে এসে জুড়বে নিউ গড়িয়া থেকে আসা মেট্রোর লাইন।
advertisement
advertisement
কেমন দেখতে হচ্ছে বিমানবন্দর স্টেশন? মাটির ১৪ মিটার নীচে হচ্ছে এই স্টেশন। থাকছে ৬টি প্ল্যাটফর্ম। বিমানবন্দর মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম ১৮০ মিটার করে লম্বা হবে। তবে সম্পূর্ণ স্টেশন এলাকা হচ্ছে ৩২০ মিটার। ৬৩৩ মিটার এলাকা জুড়ে এই স্টেশন বিল্ডিং বানানোর কাজ চলছে।অন্যদিকে দ্রুত চলছে বিমানবন্দরের স্টেশনের ইয়ার্ড বানানোর কাজ। এখানে থাকছে ৫ টি লাইন। ইয়ার্ড চওড়া হবে ৪৮ মিটার। স্টেশনের মধ্যে থাকছে একটা ক্রস প্যাসেজ। স্টেশনের একদিকে যশোর রোড, অন্যদিকে কলকাতা বিমানবন্দরে পৌঁছনো যাবে। কিছুদিনের মধ্যেই স্টেশনের নকশা তৈরি হয়ে যাবে।
advertisement

ইতিমধ্যেই বিমানবন্দর স্টেশনের উপরের অংশের ছাদের ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই স্টেশন এলাকার কাজ ২০২৩ সালে শেষ করা হবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমানবন্দর স্টেশনে মোট ছ’টি এসক্যালেটর, ছ'টি লিফট, ছ'টি সিঁড়ি এবং দুটি সাবওয়ে থাকবে। একটি সাবওয়ে যশোর রোডের সঙ্গে বিমানবন্দর স্টেশনকে যুক্ত করবে। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে বিমানবন্দর স্টেশনকে যুক্ত করবে অপর সাবওয়ে। দুটি সাবওয়েতেই একাধিক এন্ট্রি/এক্সিট পয়েন্ট, সিঁড়ি, লিফট থাকবে।
advertisement
মেট্রো কর্তৃপক্ষের দাবি, যে সাবওয়েটি নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে বিমানবন্দর মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত করবে, তাতে ১৭০ মিটার ট্র্যাভেলেটর বা মুভিং ওয়াকওয়ে থাকবে। যা কলকাতা মেট্রোয় প্রথম হতে চলেছে। মেট্রো কর্তৃপক্ষের আশা, এই ইয়েলো লাইন রুটে বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে গেলে বিমানবন্দর স্টেশনে প্রচুর মানুষের ভিড় হবে। যত সময় যাবে, তত যাত্রী সংখ্যা বাড়বে। মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হলে এই স্টেশন দৈ্নিক লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করবে৷ আর বিমানবন্দর মেট্রো পথে সংযুক্ত থাকলে তা বাণিজ্যিক ভাবেও লাভজনক হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 10:05 AM IST