Kolkata Airport: কলকাতার আকাশে মহা-বিপদ! বড় বিমান দুর্ঘটনাও ঘটতে পারে! নবান্নকে চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষের

Last Updated:

Kolkata Airport: কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ লেজার লাইট সমস্যা নিয়ে রাজ্যের পুর দফতরকে চিঠি দিয়েছে।

কলকাতার আকাশে লেজার-বিপদ
কলকাতার আকাশে লেজার-বিপদ
কলকাতা: লেজার আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে পাইলটদের। বিমানবন্দর সন্নিহিত এলাকায় নিত্যদিন এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বারবার আবেদন করেও মিলছে না সাড়া। বারবার পুলিশকেও অভিযোগ জানানো হয়েছে। এবার এই সমস্যা থেকে মুক্তি পেতে বিমান সংস্থা ও পাইলটদের সঙ্গে কথা বলে নবান্নের দৃষ্টি আকর্ষণ করল কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষ।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ লেজার লাইট সমস্যা নিয়ে রাজ্যের পুর দফতরকে চিঠি দিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এই মর্মে আবেদন জানায়, বিমানবন্দরের আশপাশের এলাকায় লেজার রশ্মির ব্যবহার যেন পুরোপুরি নিষিদ্ধ করা হয়।
advertisement
শুধু তাই নয়, পুলিশ এবং বিমানবন্দর এলাকার পুরসভাগুলির সহযোগিতা কাম্য সেই কথাও বলা হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটকেও চিঠি দেওয়া হয়েছে।
advertisement
গত ২৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরু থেকে কলকাতায় আসা বিমান লেজার রশ্মির ফলে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। ২৫ ফেব্রুয়ারির রাতে অল্পের জন্য বেঁচেছিল একটি বিমান। ২৮ ফেব্রুয়ারি আগরতলা থেকে কলকাতায় আসা একটি বিমান লেজার রশ্মির ফলে দুর্ঘটনার কবলে পড়ছিল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Airport: কলকাতার আকাশে মহা-বিপদ! বড় বিমান দুর্ঘটনাও ঘটতে পারে! নবান্নকে চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement