Kolkata Accident: ফের কলকাতায় দুর্ঘটনার শিকার স্কুলপড়ুয়া, বাবার সঙ্গে স্কুল যাওয়ার পথে ছাত্রকে পিষে দিল লরির চাকা, হাসপাতালে চিকিৎসাধীন আহত কিশোর

Last Updated:

বুধবার সাতসকালে বেঙ্গল কেমিক্যালের সামনে মর্মান্তিক দুর্ঘটনা, ফের একবার শহর কলকাতায় দুর্ঘটনার শিকার স্কুলপড়ুয়া। জানা যায়, বাবার সঙ্গে স্কুটারে চেপে স্কুলে যাচ্ছিল ছাত্র, চামকাই পিছন থেকে একটি লরি সজোরে ধাক্কা মারে। আহত বিধাননগর মিউনিসিপাল স্কুলের পড়ুয়া ও তার বাবা। আটক লরির চালক

বুধবার সাতসকালে বেঙ্গল কেমিক্যালের সামনে মর্মান্তিক দুর্ঘটনা, ফের একবার শহর কলকাতায় দুর্ঘটনার শিকার স্কুলপড়ুয়া
বুধবার সাতসকালে বেঙ্গল কেমিক্যালের সামনে মর্মান্তিক দুর্ঘটনা, ফের একবার শহর কলকাতায় দুর্ঘটনার শিকার স্কুলপড়ুয়া
কলকাতা: বুধবার সাতসকালে বেঙ্গল কেমিক্যালের সামনে মর্মান্তিক দুর্ঘটনা, ফের একবার শহর কলকাতায় দুর্ঘটনার শিকার স্কুলপড়ুয়া। জানা যায়, বাবার সঙ্গে স্কুটারে চেপে স্কুলে যাচ্ছিল ছাত্র, চামকাই পিছন থেকে একটি লরি সজোরে ধাক্কা মারে। আহত বিধাননগর মিউনিসিপাল স্কুলের পড়ুয়া ও তার বাবা। আটক লরির চালক।
বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে মানিকতলার কাছে বেঙ্গল কেমিক্যালস মোড়ে। বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল বছর ১২-র কিশোর। আচমকা পিছন থেকে একটি লরি ধাক্কা মারে স্কুটারে। রাস্তায় ছিটকে পড়ে পড়ুয়া, তার পরেই লরির চাকা পিষে দেয় স্কুলপড়ুয়াকে । আহত পড়ুয়াকে উদ্ধার করে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা অঞ্চল। ঘটনাস্থলে পৌঁছোয় ফুলবাগান থানার পুলিশ। স্থানীয়েরা ঘাতক লরির চালককে পুলিশের হাতে তুলে দেন। অভিযোগ, লরির ধাক্কায় পড়ুয়া স্কুটার থেকে ছিটকে পড়ে গেলেও লরিটি না থামিয়ে এগিয়ে যান চালক। তখনই লরির চাকার তলায় চলে আসে সে। গুরুতর আহত অবস্থায় পড়ুয়া ও তার বাবাকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি হাসপাতালে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Accident: ফের কলকাতায় দুর্ঘটনার শিকার স্কুলপড়ুয়া, বাবার সঙ্গে স্কুল যাওয়ার পথে ছাত্রকে পিষে দিল লরির চাকা, হাসপাতালে চিকিৎসাধীন আহত কিশোর
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
  • ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে

  • কতটা নামবে পারদ?

  • সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
advertisement