Kolkata Accident: ফের কলকাতায় দুর্ঘটনার শিকার স্কুলপড়ুয়া, বাবার সঙ্গে স্কুল যাওয়ার পথে ছাত্রকে পিষে দিল লরির চাকা, হাসপাতালে চিকিৎসাধীন আহত কিশোর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Priti Saha
Last Updated:
বুধবার সাতসকালে বেঙ্গল কেমিক্যালের সামনে মর্মান্তিক দুর্ঘটনা, ফের একবার শহর কলকাতায় দুর্ঘটনার শিকার স্কুলপড়ুয়া। জানা যায়, বাবার সঙ্গে স্কুটারে চেপে স্কুলে যাচ্ছিল ছাত্র, চামকাই পিছন থেকে একটি লরি সজোরে ধাক্কা মারে। আহত বিধাননগর মিউনিসিপাল স্কুলের পড়ুয়া ও তার বাবা। আটক লরির চালক
কলকাতা: বুধবার সাতসকালে বেঙ্গল কেমিক্যালের সামনে মর্মান্তিক দুর্ঘটনা, ফের একবার শহর কলকাতায় দুর্ঘটনার শিকার স্কুলপড়ুয়া। জানা যায়, বাবার সঙ্গে স্কুটারে চেপে স্কুলে যাচ্ছিল ছাত্র, চামকাই পিছন থেকে একটি লরি সজোরে ধাক্কা মারে। আহত বিধাননগর মিউনিসিপাল স্কুলের পড়ুয়া ও তার বাবা। আটক লরির চালক।
বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে মানিকতলার কাছে বেঙ্গল কেমিক্যালস মোড়ে। বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল বছর ১২-র কিশোর। আচমকা পিছন থেকে একটি লরি ধাক্কা মারে স্কুটারে। রাস্তায় ছিটকে পড়ে পড়ুয়া, তার পরেই লরির চাকা পিষে দেয় স্কুলপড়ুয়াকে । আহত পড়ুয়াকে উদ্ধার করে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা অঞ্চল। ঘটনাস্থলে পৌঁছোয় ফুলবাগান থানার পুলিশ। স্থানীয়েরা ঘাতক লরির চালককে পুলিশের হাতে তুলে দেন। অভিযোগ, লরির ধাক্কায় পড়ুয়া স্কুটার থেকে ছিটকে পড়ে গেলেও লরিটি না থামিয়ে এগিয়ে যান চালক। তখনই লরির চাকার তলায় চলে আসে সে। গুরুতর আহত অবস্থায় পড়ুয়া ও তার বাবাকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি হাসপাতালে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2025 11:15 AM IST

