Kole Market : সংক্রমণ বৃদ্ধিতেও হুঁশ নেই, কোলে মার্কেটে মাস্ক ছাড়াই অবাধ কেনাবেচা

Last Updated:

মঙ্গলবার সকালবেলা শিয়ালদা কোলে মার্কেটে (Kole Market) গিয়ে দেখা গেল কারওর মুখে মাস্ক নেই।শিয়ালদা কোলে মার্কেটে সারাদিনই প্রচুর ক্রেতা-বিক্রেতারা আসে এবং ভিড় করে কাছাকাছি দাঁড়িয়ে দরদাম করে।

কলকাতা : দুর্গোৎসবের পর এখন করোনা (CoronaVirus) যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পুজোতে সাধারণ মানুষকে দেখা গেছিল মাস্ক ছাড়াই চলাফেরা করতে দেখা গেছে। নিয়ন্ত্রণহীন জীবনযাপন এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করা মানুষের কাছে খুব স্বাভাবিক হয়ে পড়েছে। মঙ্গলবার সকালবেলা শিয়ালদা কোলে মার্কেটে (Kole Market) গিয়ে দেখা গেল কারওর মুখে মাস্ক নেই।শিয়ালদা কোলে মার্কেটে সারাদিনই প্রচুর ক্রেতা-বিক্রেতারা আসে এবং ভিড় করে কাছাকাছি দাঁড়িয়ে দরদাম করে। মালপত্র কেনাবেচা করেন।তাঁদের মাস্কের কথা জিজ্ঞাসা করলে পরিষ্কার উত্তর, ‘মার্কেটে আছে’। আবার কেউ বলেন ‘ভুলে গিয়েছি।’
আরও পড়ুন : লক্ষ্মীপুজোতেও মুক্তি নেই! প্রবল দুর্যোগ থেকে কবে মুক্তি? জানুন হাওয়া অফিসের Latest Updates...
স্বাস্থ্যর সঙ্গে অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত।বাড়ির একজনের করোনা হলে,ওই বাড়ি সবাই গৃহবন্দি হয়ে পড়েন। যেহেতু করোনা ছোঁয়াচে,সেহেতু প্রতিবেশীরা জানলে তাকে বার হতে দেন না এবং তাঁদের সংস্পর্শেও কেউ আসে না। যার ফলে সেই বাড়ির অর্থনৈতিক অবস্থা যদি দিন আনে দিন খায়-এর মতো হয়, তা হলে সেই পরিবারটি টানা চোদ্দ থেকে পনের দিন রোজগারহীন হয়ে পড়েন।
advertisement
এই ভাবেই অর্থনীতি আস্তে আস্তে দুর্বল হচ্ছে সাধারণ মানুষের কাছে।  অতিমারির দু’টো ওয়েভ পেরিয়ে এসেছে সারা দেশ।দ্বিতীয় ওয়েভে হাসপাতালের শয্যা থেকে অক্সিজেন, প্রাণসংকট দেখেছেন সবাই। তবুও এখনও পর্যন্ত কেউই সজাগ নন। কোলে মার্কেটে নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ‘‘মাস্ক পরতে বললে,কেউ পরেন না।’’
advertisement
আরও পড়ুন : অতি বৃষ্টির দাপটে বাজারে অগ্নিমূল্য ফল-সবজি, এক নজরে লক্ষ্মীপুজোর দিনের বাজারদর...
যেভাবে করোনা প্রতিদিন বাড়ছে, সাধারণ মানুষ নিজেরা যদি সচেতন না হন, তাহলে আবার বড় বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা।  চিকিৎসকরা বলছেন, ‘‘যতই ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়া হোক। করোনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ’’ তবে আগে যেরকম ভাবে করোনা আক্রান্ত হলে ঝুঁকি বেশি হত, সেটার সম্ভাবনা এ বার কম। মাস্ক ব্যবহার করতেই হবে এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং মানতেই হবে। না হলে আবার বড় বিপদ মানবজাতির।আবেদন স্বাস্থ্য কর্মীদের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kole Market : সংক্রমণ বৃদ্ধিতেও হুঁশ নেই, কোলে মার্কেটে মাস্ক ছাড়াই অবাধ কেনাবেচা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement