#কলকাতা: আজ কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলার ঘরে ঘরে আজ হতে ধনদেবীর আরাধনা। গত দু'বছরের কোভিড পরিস্থিতিতে অনেক মানুষের আর্থিক অবস্থার অবনতি হওয়ায়, সেভাবে ধুমধাম করে পুজো করা যায়নি অনেকের বাড়িতেই। তাই এবছর ধুমধাম করে পুজো করার আগে লম্বা ফর্দ নিয়ে অনেকেই হাজির হচ্ছেন বাজারে বাজারে। যাওয়ার আগে এক নজরে দেখে নিন দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজারের দামের তালিকা। বাজারের দামের ধারণা থাকলে দরদাম করতেও সুবিধা হবে অনেকটাই।
ফল
আপেল ১০০-১২০ টাকা কেজিপেয়ারা ৮০- ১০০ টাকা কেজিআঙ্গুর ৪০০ টাকা কেজি
পানি ফল ১০০ টাকা কেজিমুসম্মি ১৫ টাকা পিসবাতাবি লেবু ৪০ টাকা পিসবেদানা ২২০ টাকা কেজিনাশপাতি ১২০ টাকা কেজিআতা ২০০ টাকা কেজিআখ ১০ টাকা এক হাতকাঁঠালি কলা ৫টা পিসতরমুজ ৪০ টাকা কেজিশসা ৫০ টাকা কেজিশাকালু ১২০ টাকা কেজিনারিকেল ৪০ টাকা পিসডাব ৪০ টাকা পিসনাড়ু ১০ পিসের প্যাকেটের দাম ২০, ৩০, ৪০ টাকা, বিভিন্ন সাইজের বিভিন্ন দাম।মুড়কি ১৫০ টাকা প্যাকেট
ফুল
লাল পদ্ম ৩০ টাকা পিসগাঁদা ফুলের মালা ২৫-৩০ টাকাফুলের ছোট মালা ১০ টাকা
আরও পড়ুন: রেড রোডের কার্নিভালে বিদায় বেলার উৎসব, দেখুন ৯৪টি প্রতিমা প্রদর্শনের ঝলক!
সবজি দর
বেগুন ৭০ টাকা কেজিমোচা ৪০ টাকা পিসঝিঙে ৬০ টাকা কেজিপটল ৪০ টাকা কেজিশিম ১৫০ টাকা কেজিটমেটো ৬০ টাকা কেজিবিনস ১৫০ টাকা কেজিভেন্ডী ৬০ টাকা কেজিউচ্ছে ৬০ টাকা কেজিপেঁপে ৩০ টাকা কেজিবরবটি ৬০ টাকা কেজিগাজর ৭০ টাকা কেজিবিট ৭০ টাকা কেজিমটরশুঁটি ৫০০ টাকা কেজিআমড়া ৬০ টাকা কেজিক্যাপসিকাম ১৫০ টাকা কেজিকাচা আম ২০০ টাকা কেজিরাঙা আলু ৮০ টাকা কেজিচন্দ্রমুখী আলু ৪০ টাকা কেজিজ্যোতি আলু ৩০ টাকা কেজিফুল কপি ৫০ টাকা কেজিবাঁধা কপি ৫০ টাকা কেজিমুলো ৬০ টাকা কেজি
আরও পড়ুন: অপরূপ শিল্প ও শিল্পী মেলবন্ধন! পুজোর কার্নিভাল হার মানাবে বিশ্বের তাবড় উৎসবকে
শাক
লাল শাক ১০ টাকা বান্ডিললাউ শাক ২৫ টাকা বান্ডিলপুঁই শাক ৩০ টাকা কেজি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kojagori Lakshmipuja, Market Price