কোজাগরী লক্ষ্মীপুজোয় শহরের বাজারদর কী রকম? কোনটার দাম কত, দেখে নিন একনজরে
- Published by:Teesta Barman
Last Updated:
গত দু'বছরের কোভিড পরিস্থিতিতে অনেক মানুষের আর্থিক অবস্থার অবনতি হওয়ায়, সেভাবে ধুমধাম করে পুজো করা যায়নি অনেকের বাড়িতেই। তাই এবছর ধুমধাম করে পুজো করার আগে লম্বা ফর্দ নিয়ে অনেকেই হাজির হচ্ছেন বাজারে বাজারে।
#কলকাতা: আজ কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলার ঘরে ঘরে আজ হতে ধনদেবীর আরাধনা। গত দু'বছরের কোভিড পরিস্থিতিতে অনেক মানুষের আর্থিক অবস্থার অবনতি হওয়ায়, সেভাবে ধুমধাম করে পুজো করা যায়নি অনেকের বাড়িতেই। তাই এবছর ধুমধাম করে পুজো করার আগে লম্বা ফর্দ নিয়ে অনেকেই হাজির হচ্ছেন বাজারে বাজারে। যাওয়ার আগে এক নজরে দেখে নিন দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজারের দামের তালিকা। বাজারের দামের ধারণা থাকলে দরদাম করতেও সুবিধা হবে অনেকটাই।
ফল
আপেল ১০০-১২০ টাকা কেজি
পেয়ারা ৮০- ১০০ টাকা কেজি
advertisement
আঙ্গুর ৪০০ টাকা কেজি
পানি ফল ১০০ টাকা কেজি
মুসম্মি ১৫ টাকা পিস
বাতাবি লেবু ৪০ টাকা পিস
বেদানা ২২০ টাকা কেজি
নাশপাতি ১২০ টাকা কেজি
আতা ২০০ টাকা কেজি
আখ ১০ টাকা এক হাত
কাঁঠালি কলা ৫টা পিস
তরমুজ ৪০ টাকা কেজি
advertisement
শসা ৫০ টাকা কেজি
শাকালু ১২০ টাকা কেজি
নারিকেল ৪০ টাকা পিস
ডাব ৪০ টাকা পিস
নাড়ু ১০ পিসের প্যাকেটের দাম ২০, ৩০, ৪০ টাকা, বিভিন্ন সাইজের বিভিন্ন দাম।
মুড়কি ১৫০ টাকা প্যাকেট
ফুল
লাল পদ্ম ৩০ টাকা পিস
গাঁদা ফুলের মালা ২৫-৩০ টাকা
ফুলের ছোট মালা ১০ টাকা
advertisement
সবজি দর
বেগুন ৭০ টাকা কেজি
মোচা ৪০ টাকা পিস
ঝিঙে ৬০ টাকা কেজি
পটল ৪০ টাকা কেজি
শিম ১৫০ টাকা কেজি
টমেটো ৬০ টাকা কেজি
বিনস ১৫০ টাকা কেজি
ভেন্ডী ৬০ টাকা কেজি
উচ্ছে ৬০ টাকা কেজি
পেঁপে ৩০ টাকা কেজি
বরবটি ৬০ টাকা কেজি
গাজর ৭০ টাকা কেজি
বিট ৭০ টাকা কেজি
advertisement
মটরশুঁটি ৫০০ টাকা কেজি
আমড়া ৬০ টাকা কেজি
ক্যাপসিকাম ১৫০ টাকা কেজি
কাচা আম ২০০ টাকা কেজি
রাঙা আলু ৮০ টাকা কেজি
চন্দ্রমুখী আলু ৪০ টাকা কেজি
জ্যোতি আলু ৩০ টাকা কেজি
ফুল কপি ৫০ টাকা কেজি
বাঁধা কপি ৫০ টাকা কেজি
মুলো ৬০ টাকা কেজি
advertisement
শাক
লাল শাক ১০ টাকা বান্ডিল
লাউ শাক ২৫ টাকা বান্ডিল
পুঁই শাক ৩০ টাকা কেজি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2022 12:30 PM IST