• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • নাগেরবাজার বিস্ফোরণে ৮ বছরের শিশুর মৃত্যু, আহতরা কোথায় ভর্তি জেনে নিন

নাগেরবাজার বিস্ফোরণে ৮ বছরের শিশুর মৃত্যু, আহতরা কোথায় ভর্তি জেনে নিন

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

 • Share this:
  #কলকাতা: নাগেরবাজার বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে৷ মৃত শিশুর নাম বিভাস ঘোষ৷ আহত আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক৷ এদের মধ্যে রয়েছেন সঙ্গীতা প্রসাদ, সুশোভন দে ও দোকান মালিক অজিত হালদার৷ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে সঙ্গীতার পেটে অস্ত্রোপচার চলছে৷ বাকি দুজনের চিকিত্সা চলছে আরজিকর হাসপাতালে৷ আহত বাকি ৯ জনের মধ্যে যাদের পরিচয় জানা গিয়েছে তারা হলেন পরাণ গুপ্ত, চন্দ্রশেখর গুপ্ত, সত্যজিৎ ঘোষ, বাসন্তী ঘোষ, দীপা গুপ্ত, বিভাস ঘোষ, হারাধন ঘোষ৷ মঙ্গলবার সকাল ১০টা নাগাদ নাগেরবাজারের ঘিঞ্জি এলাকায় একটি ফলের দোকানের সামনে হঠাত্ বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণে তীব্রতা দেখে পুলিশের প্রাথমিক অনুমান আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে৷
  First published: