অবৈধ জলের কারবারের বিরুদ্ধে অভিযান চলবে, জানাল পুরসভা
Last Updated:
ফুড লাইসেন্স ও FSSAI অনুমোদন না থাকলেই সেই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা।
#কলকাতা: অবৈধ জলের কারবারের বিরুদ্ধে অভিযান চলবে। ফুড লাইসেন্স ও FSSAI অনুমোদন না থাকলেই সেই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা। জানালেন মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।
সম্প্রতি ইবির সঙ্গে যৌথ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন জায়গায় জল নিয়ে অবৈধ ব্যবসার খোঁজ পায় কলকাতা পুরসভা। সেই কারবার বন্ধ করতে কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে ইবির সঙ্গে জরুরি বৈঠক করে পুরসভা। অতীন ঘোষ জানান, অভিযানে উদ্ধার হওয়া জলের টেস্ট রিপোর্ট ইবিকে দেবে পুরসভা। আইনি ব্যবস্থা নেবে ইবি। বেআইনি জলের বিরুদ্ধে অভিযান চলবে ৷ ইবি ও পুরসভা অভিযান চালাবে ৷ পুরসভার টেস্ট রিপোর্ট দেওয়া হবে ইবি-কে ৷ ভারতীয় দণ্ডবিধির ২৭২/২৭৩ ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেবে ইবি ৷ ফুড লাইসেন্স ও ফ্যাসাই অনুমোদন না থাকলে ব্যবস্থা নেওয়া হবে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 28, 2018 8:36 PM IST