KMC New Whatsapp Number: বাড়ির সামনে বিপজ্জনক বিদ্যুৎ স্তম্ভ? এখনই জানান পুরসভাকে, রেখে দিন এই নম্বর

Last Updated:

এবার থেকে কলকাতা পুরসভার অন্তর্ভুক্ত কোনও এলাকায় বিপজ্জনক বিদ্যুতের খুঁটি দেখলেই তা সরাসরি পুর কর্তৃপক্ষের নজরে আনতে পারবেন শহরবাসী৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: গত কয়েক সপ্তাহে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে৷ পুরসভা বার বার কড়া নজরদারির কথা বললেও কাজের কাজ যে হচ্ছে না তা প্রমাণিত৷ বিপজ্জনক বিদ্যুতের খুঁটি চিহ্নিত করতে তাই শেষ পর্যন্ত শহরবাসীর উপরেই আস্থা রাখতে হচ্ছে পুরসভাকে৷
এবার থেকে কলকাতা পুরসভার অন্তর্ভুক্ত কোনও এলাকায় বিপজ্জনক বিদ্যুতের খুঁটি দেখলেই তা সরাসরি পুর কর্তৃপক্ষের নজরে আনতে পারবেন শহরবাসী৷ এর জন্য চালু করা হল একটি হোয়াটসঅ্যাপ নম্বর৷ মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিপজ্জনক বিদ্যুতের খুঁটি দেখলেই ৮৩৩৫৯৯৯১১১ নম্বরে ছবি তুলে পাঠানো যাবে৷ অভিযোগ পেলেই পুরসভার তরফে ব্যবস্থা নেওয়া হবে৷
advertisement
advertisement
মেয়র জানিয়েছেন, কোনও বিদ্যুতের খুঁটি বিপজ্জনক কি না তা পরীক্ষা করতে আর্থ- মেগার নামে একটি বিশেষ যন্ত্র কিনছে কলকাতা পুরসভা৷ প্রতিটি ওয়ার্ডে একটি করে এই যন্ত্র রাখা হবে। এর মাধ্যমে জানা যাবে বাতিস্তম্ভ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে কি না।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক অধ্যাপক মেয়রকে এই পরামর্শ দেন৷ টক টু মেয়র অনুষ্ঠানের পর সেই অধ্যাপককে নিজেই ফোন করেন মেয়র ফিরহাদ হাকিম৷ তারপরই এই সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা৷
advertisement
প্রথমে হরিদেবপুর, তার পরে রাজাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুই বালকের৷ কয়েকদিন আগে ট্যাংরাতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC New Whatsapp Number: বাড়ির সামনে বিপজ্জনক বিদ্যুৎ স্তম্ভ? এখনই জানান পুরসভাকে, রেখে দিন এই নম্বর
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement