মেট্রো স্টেশনগুলির বাইরে ফুটব্রিজ তৈরির পরিকল্পনা পুরসভার

Last Updated:

মেট্রো স্টেশন থেকে বাইরে এসে ব্যস্ত রাস্তা পার হওয়া এক বিরাট সমস্যা। বিশেষত অফিসের সময়ে। সে কথা ভেবেই যাত্রীদের জন্য স্কাইওয়াক বা ফুটওভার ব্রিজ তৈরি করবে কলকাতা পুরসভা।

#কলকাতা:  ব্যস্ত সময় মেট্রো স্টেশনের বাইরে চলাচলই অসুবিধা হয়ে পড়ে সাধারণ মানুষের ৷ রাস্তা পারাপারের সময় সমস্যায় পড়তে হয় ৷ এই সমস্যা নিত্যদিনের সমস্যা ৷ এই সমস্যার সমাধানে তাই অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছে কলকাতা পুরসভা ৷ সমস্যা দূর করতে শহরের বিভিন্ন ব্যস্ত মেট্রো স্টেশনগুলির বাইরে স্কাইওয়াক বা ফুটব্রিজ তৈরির চিন্তাভাবনা করছেন পুরকর্তারা ৷ এর ফলে পথচারীদের যাতায়াতের সমস্যা অনেকাংশেই মিটবে বলে মনে করছেন তাঁরা ৷
দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় মন্দিরে প্রবেশের জন্য ইতিমধ্যেই স্কাইওয়াক তৈরির কাজ চলছে ৷ এবার শহরের ব্যস্ত মেট্রো স্টেশনগুলোর সামনেও পথচারীদের সুবিধার জন্য ফুটব্রিজ তৈরি করার কাজ শুরু করতে চাইছে পুরসভা ৷ বেলগাছিয়া থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত মেট্রোর যাত্রাপথ ধরে এই কাজ তাড়াতাড়ি শুরু করে দিতে চাইছেন তারা ।
মেট্রো সূত্রের খবর, এই স্কাইওয়াক বা ফুটওভার ব্রিজ তৈরি করবে পুরসভাই। কিন্তু যেহেতু মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় এগুলি তৈরি করা হবে, সে কারণে মেট্রোর অনুমতি প্রয়োজন। তা ছাড়া, স্কাইওয়াক বা ফুটব্রিজ তৈরির কাজে স্তম্ভ মাটি খুঁড়ে লাগানোর সময়ে যাতে মেট্রো সুড়ঙ্গের কোনও ক্ষতি না হয়, সেটাও দেখবেন মেট্রোর ইঞ্জিনিয়ারেরা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মেট্রো স্টেশনগুলির বাইরে ফুটব্রিজ তৈরির পরিকল্পনা পুরসভার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement