KMC: রবি থেকেই শুরু হতে পারে বাড়ি ভাঙা? কলকাতার 'বিপজ্জনক বাড়ি'তে পৌঁছে গেল নোটিশ

Last Updated:

তিন দিনের মধ্যে বিপদজনক বাড়ি খালি করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবি অথবা সোমবার বাড়ি ভাঙার কাজ শুরু হতে পারে।

News18
News18
কলকাতা: পুরসভার অন্তর্গত ক্রিস্টোফার রোডের বিপজ্জনক বাড়িতে নোটিশ গেল এবার।
কলকাতা পুরসভার আইনে ৪১১/২ ধারায় তিন দিনের মধ্যে বিপদজনক বাড়ি খালি করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবি অথবা সোমবার বাড়ি ভাঙার কাজ শুরু হতে পারে।
সূত্রের খবর, পাশের সাদা বাড়িতে আগেই কলকাতা পুরসভার বেআইনি নির্মাণের নোটিশ দিয়েছিল ৪০১ ধারায়। বিল্ডিং নির্মাণে কোনওরকম ছাড়ের নিয়ম মানা হয়নি বলে কলকাতা পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছিল। বেআইনিভাবে উপরের ফ্লোর তৈরি করা হয়েছিল বলেও পুরসভা সূত্রে খবর। পুরসভার ইঞ্জিনিয়াররা এই বাড়িটি পরীক্ষা করে দেখবেন। সবুজ বাড়িটির মতো সাদা বাড়িটিরও বেআইনি অংশ ভেঙে ফেলা হবে বলে পুরসভা সূত্রে খবর। কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা প্রাথমিকভাবে যে কনস্ট্রাকশন ইভালুয়েশন (মাপজোক) করেছেন তা সবুজ বাড়ি পুষ্পাঞ্জলি রেসিডেন্সি। সাদা বাড়ি অর্থাৎ নির্মীয়মান বাড়িতে পুরসভার কনস্ট্রাকশন হয়নি।
advertisement
advertisement
পুরসভার ইঞ্জিনিয়রদের দেওয়া রিপোর্টে উল্লেখ, সবুজ বাড়িটি সাদা বাড়ির দিকে হেলে রয়েছে। সেই সবুজবাড়ি পুষ্পাঞ্জলি রেসিডেন্সিকেই ভাঙার নোটিশ দেওয়া হয়েছে। বাড়িটি তিন দিনের মধ্যে খালি করার কথা বলা হয়েছে। পুরসভার সূত্রে খবর নির্মীয়মান সাদা বাড়িটি ৪০১ ধারায় নোটিশ করা হয়েছে বেআইনি নির্মাণের। হেলে পড়া বিপজ্জনক বাড়ি এমন নোটিশ দেওয়া হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC: রবি থেকেই শুরু হতে পারে বাড়ি ভাঙা? কলকাতার 'বিপজ্জনক বাড়ি'তে পৌঁছে গেল নোটিশ
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement