KMC Election Results 2021: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কলকাতা পুরসভা দখলের পথে তৃণমূল

Last Updated:

১৪৪টি ওয়ার্ডের মধ্যে শাসক দল কতগুলি আসনে জিতে থামে, গণনার বাকি সময়ে শুধু সেই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষা (KMC Election Results 2021)৷

এদিকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দলীয় সমর্থকরা সবুজ আবির আর খেলা হবে গানে মেতেছেন উৎসবের মেজাজে। জয় নিশ্চিত জেনেই শুরু হয়ে গিয়েছে আগাম উল্লাস। নেত্রীর বাড়ির সামনে জড়ো হয়েছেন দলীয় সমর্থকেরা। বেলা বাড়তেই শুরু হয়ে গিয়েছে উদযাপনের প্রস্তুতি।
এদিকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দলীয় সমর্থকরা সবুজ আবির আর খেলা হবে গানে মেতেছেন উৎসবের মেজাজে। জয় নিশ্চিত জেনেই শুরু হয়ে গিয়েছে আগাম উল্লাস। নেত্রীর বাড়ির সামনে জড়ো হয়েছেন দলীয় সমর্থকেরা। বেলা বাড়তেই শুরু হয়ে গিয়েছে উদযাপনের প্রস্তুতি।
#কলকাতা: প্রত্যাশিত ভাবেই কলকাতা পুরসভা নির্বাচনের ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস (KMC Election Results 2021)৷ গণনা শুরুর পর প্রথম প্রায় তিন ঘণ্টায় যা ছবি উঠে আসছে, তাতে কলকাতার রং ফের সবুজ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা৷ ইতিমধ্যেই ১৩০-এর বেশি আসনে এগিয়ে গিয়েছে তৃণমূল (TMC)৷ শেষ পর্যন্ত ১৪৪টি ওয়ার্ডের মধ্যে শাসক দল কতগুলি আসনে জিতে থামে, গণনার বাকি সময়ে শুধু সেই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষা (KMC election Result)৷ তৃণমূল প্রথম থেকেই দাবি করছিল, ১৩০-এর বেশি আসনে জয়ী হবে তারা৷
সর্বশেষ খবর অনুযায়ী, অধিকাংশ বরোতেই গণনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে৷ যে আসন গুলিতে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বসুন্ধরা গোস্বামী, দেবাশিস কুমার, তারক সিং৷ ৮৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূলের আর এক হেভিওয়েট প্রার্থী মালা রায়৷ ৭০ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের অসীম বসু৷
advertisement
advertisement
তৃণমূল বাদে একটি আসনে জয়ী হয়েছে কংগ্রেসও৷ ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি৷ ৪৫ নম্বর ওয়ার্ড থেকে জিতে গিয়েছেন কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক৷
বিজেপি অবশ্য চারটি ওয়ার্ডেই এগিয়ে রয়েছে বলে খবর৷ অনেকগুলি কেন্দ্রেই দু' নম্বরে উঠে এসেছে বামেরা৷
জয়ের পর ৮৮ নম্বর থেকে জয়ী প্রার্থী এবং তৃণমূলের সাংসদ মালা রায় বলেছেন, 'মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছেন, তাতে পুরবোর্ড গঠন হলেই প্রচুর কাজ হবে৷ যে কাজ হলে মানুষ যে কাজ করলে খুশি হবেন, সেই কাজই হবে৷'
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Election Results 2021: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কলকাতা পুরসভা দখলের পথে তৃণমূল
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement