KMC Election Results 2021: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কলকাতা পুরসভা দখলের পথে তৃণমূল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
১৪৪টি ওয়ার্ডের মধ্যে শাসক দল কতগুলি আসনে জিতে থামে, গণনার বাকি সময়ে শুধু সেই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষা (KMC Election Results 2021)৷
#কলকাতা: প্রত্যাশিত ভাবেই কলকাতা পুরসভা নির্বাচনের ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস (KMC Election Results 2021)৷ গণনা শুরুর পর প্রথম প্রায় তিন ঘণ্টায় যা ছবি উঠে আসছে, তাতে কলকাতার রং ফের সবুজ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা৷ ইতিমধ্যেই ১৩০-এর বেশি আসনে এগিয়ে গিয়েছে তৃণমূল (TMC)৷ শেষ পর্যন্ত ১৪৪টি ওয়ার্ডের মধ্যে শাসক দল কতগুলি আসনে জিতে থামে, গণনার বাকি সময়ে শুধু সেই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষা (KMC election Result)৷ তৃণমূল প্রথম থেকেই দাবি করছিল, ১৩০-এর বেশি আসনে জয়ী হবে তারা৷
সর্বশেষ খবর অনুযায়ী, অধিকাংশ বরোতেই গণনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে৷ যে আসন গুলিতে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বসুন্ধরা গোস্বামী, দেবাশিস কুমার, তারক সিং৷ ৮৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূলের আর এক হেভিওয়েট প্রার্থী মালা রায়৷ ৭০ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের অসীম বসু৷
advertisement
advertisement
তৃণমূল বাদে একটি আসনে জয়ী হয়েছে কংগ্রেসও৷ ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি৷ ৪৫ নম্বর ওয়ার্ড থেকে জিতে গিয়েছেন কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক৷
বিজেপি অবশ্য চারটি ওয়ার্ডেই এগিয়ে রয়েছে বলে খবর৷ অনেকগুলি কেন্দ্রেই দু' নম্বরে উঠে এসেছে বামেরা৷
জয়ের পর ৮৮ নম্বর থেকে জয়ী প্রার্থী এবং তৃণমূলের সাংসদ মালা রায় বলেছেন, 'মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছেন, তাতে পুরবোর্ড গঠন হলেই প্রচুর কাজ হবে৷ যে কাজ হলে মানুষ যে কাজ করলে খুশি হবেন, সেই কাজই হবে৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
December 21, 2021 9:58 AM IST