KK Death in Kolkata: শেষ শব্দেও শুধুই ভালোবাসা, ঈশ্বর-স্মরণ! যা বলেই 'আলবিদা' জানালেন কেকে...

Last Updated:

KK Death in Kolkata: নজরুল মঞ্চে কেকে-র শেষ অনুষ্ঠানের নানা ভিডিও ক্লিপিংস। তারই মধ্যে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে কেকে-র বলা শেষ কথা নিয়ে।

শেষ প্রহরে কেকে
শেষ প্রহরে কেকে
#কলকাতা: ভিড়ে ঠাসা কলকাতার নজরুল মঞ্চ। প্রেক্ষাগৃহে নানা রকমের আলোর ঝলকানি। মঞ্চে গাইছেন কেকে। গানের মাঝে বার বার রুমালে মুখ-কপালের ঘাম মুছছেন শিল্পী। মাথাতেও ওই রুমাল বোলাচ্ছেন। একাধিক বার ছোট বোতল থেকে গলায় ঢালছেন জল। মঙ্গলবার (৩১ মে) নজরুল মঞ্চের সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে) লাইভ অনুষ্ঠানের একাধিক ভিডিওতে ধরা পড়েছে এমন দৃশ্য। অনুষ্ঠানে হাজির থাকাদের অনেকেই বলছেন, মঞ্চে দরদর করে ঘামছিলেন শিল্পী। তবে কি অনুষ্ঠানের সময়েই অসুস্থ বোধ করছিলেন? অনেকেই বলছেন, হ্যাঁ। সেই মঞ্চের অসুস্থতাই কেড়ে নিল শিল্পীর প্রাণ।
নজরুল মঞ্চে কেকে-র শেষ অনুষ্ঠানের নানা ভিডিও ক্লিপিংস। তারই মধ্যে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে কেকে-র বলা শেষ কথা নিয়ে। অসুস্থ হয়ে পড়েও চালিয়ে যাচ্ছিলেন গান। সেই গান শেষ করেই বলে গেলেন, ''Love You all kolkata, God bless us all...'' এরপরই ঘামতে-ঘামতে নজরুল মঞ্চ ছাড়েন কেকে।
advertisement
advertisement
অনুষ্ঠানের শুরু থেকে অবশ্য কেকে ছিলেন অত্যন্ত চনমনে। দাপিয়ে বেড়িয়েছেন মঞ্চের এ পাশ থেকে ও পাশ। কিন্তু বার বার চলে যাচ্ছিলেন মঞ্চের পেছনের অংশে নিচু টেবিলে রাখা রুমাল ও জলের বোতলের দিকে। মুখ-মাথা মুছে গলায় অল্প জল ঢেলে ফের পরের গান। একটি ভিডিওতে দেখা গিয়েছে, টেবিল থেকে তুলে নেওয়া রুমালে মুখ মুছে, মাথার চুলে আঙুল চালিয়ে গান শুরু করতে যাচ্ছেন তিনি। পাশ থেকে মঞ্চে থাকা একজন হিন্দিতে বলে উঠলেন, ভীষণ গরম! শিল্পী তার দিকে তাকিয়ে হেসে সম্মতি দিলেন যেন। তার পর এক জনকে হাতের ইশারায় মঞ্চের উপরের আলোগুলো দেখিয়ে বললেন, নিভিয়ে দাও। তার পর ফের গান শুরু। নজরুল মঞ্চে উপস্থিত দর্শক তখন কেকে-র গানে মাতোয়ারা।
advertisement
তবে তার আচমকা মৃত্যুর পর অনেকেই প্রেক্ষাগৃহের ভিড় নিয়ে সরব হয়েছেন। নজরুল মঞ্চের এসি কাজ করছে না বলেও অভিযোগ করেছিলেন অনেকে। কারও কারও অভিযোগ, আসনের তুলনায় দর্শকের সংখ্যা বেশি ছিল নজরুল মঞ্চে। কারও কারও অভিযোগ, হলের শীতাতাপ যন্ত্রও ঠিকমতো কাজ করছিল না। তবে এর পাল্টাও জানিয়েছেন কেউ কেউ। তাদের মতে, প্রচুর দর্শক এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন আলোর কারণে হলের ভিতরে গরম লাগাটাই স্বাভাবিক। আবার কারও দাবি, হলের দরজা খোলা ছিল বলেই শীতাতপ যন্ত্রের কার্যকারিতা উপলব্ধি করা যাচ্ছিল না। এমন নানা দাবির মাঝেও বাস্তবটা হল, প্রয়াত কেকে। আর শোনা যাবে না সেই যুবকের কথা...
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KK Death in Kolkata: শেষ শব্দেও শুধুই ভালোবাসা, ঈশ্বর-স্মরণ! যা বলেই 'আলবিদা' জানালেন কেকে...
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement