কেক কেটে, কেকে-র মূর্তি পুজো করে অভিনব এক জন্মদিন পালন করল উল্টোডাঙার কবিরাজবাগান

Last Updated:

KK's Birth Anniversary: দুধের স্বাদ ঘোলে মেটাতে নজরুল মঞ্চে কেকের অনুষ্ঠানটিকে লাইভ শো হিসেবে ফিরিয়ে আনবেন দুর্গা পুজোর মণ্ডপে

#কলকাতা: আজ কেকের জন্মদিন। প্রথম জন্মদিন যেখানে গায়ক নিজে নেই। সারা ভারতবাসী গানে গানে তাঁর জন্মদিন পালন করছেন। উল্টোডাঙার কবিরাজবাগান কেকে'র জন্মদিন পালন করল একটু ভিন্ন স্বাদে।
কলকাতার পুজোর থিম এবার কেকে। কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসে প্রয়াত হন কৃষ্ণকুমার কুন্নত। শিল্পীর শেষ লাইভ শো এ বার পুজোর মণ্ডপে দেখানো হবে। উত্তর কলকাতার কবিরাজ বাগান বারোয়ারি ২০২২-এ পুজোর থিমে এই বিষাদ সুর।
advertisement
আজ, ২৩ অগাস্ট কেক কেটে, কেকে-র গানে এলাকা মুখরিত করে, কেকে-র মূর্তি পুজো করে জন্মদিন পালন করল দুর্গাপুজোর এই ক্লাব। পাশাপাশি, পুজো পাগল কাউন্সিলর অমল চক্রবর্তীর ওয়ার্ড-এই স্যার গুরুদাস মহাবিদ্যালয়। জন্মদিনে কেকে বরণে থাকল কলেজের পড়ুয়ারাও। ঠিক সকাল দশটায় ফের একবার কেকে-র সুরে বিষাদের সুর বয়ে গেল এলাকা জুড়ে।
advertisement
কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী। বরাবরই কবিরাজ বাগান বাড়োয়ারির ভাবনা তাঁরই থাকে। গত বছরের কলকাতায় দার্জিলিংয়ের পরিবেশ তৈরি করেছিলেন অমলবাবু। এ বার তাঁর নিজের যাওয়ার কথা ছিল নজরুল মঞ্চে। যেতে পারেননি। সেই আফশোস থেকে যাবে সারা জীবন। সেই কারণেই দুধের স্বাদ ঘোলে মেটাতে নজরুল মঞ্চে কেকের অনুষ্ঠানটিকে লাইভ শো হিসেবে ফিরিয়ে আনবেন দুর্গা পুজোর মণ্ডপে।
advertisement
প্রসঙ্গত, কলকাতা নজরুল মঞ্চে অনুষ্ঠানের আয়োজক ছিল উল্টোডাঙ্গার গুরুদাস কলেজ। এই কলেজটি ১৪ নম্বর ওয়ার্ডেই। অনুষ্ঠান চলাকালীন কেকে বার বার ঘাম মুছছিলেন। গরমে শরীর খারাপ লাগছিল তাঁর। অসুস্থ হয়ে পড়েন। হোটেলে নিয়ে যাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন। তার পরই তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার সিএমআরআই হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর জীবনাবসান হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কেক কেটে, কেকে-র মূর্তি পুজো করে অভিনব এক জন্মদিন পালন করল উল্টোডাঙার কবিরাজবাগান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement