খোকা ৪২০ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই চলছিল মাধ্যমিকের প্রশ্ন ফাঁস
Last Updated:
#কলকাতা: মাধ্যমিকে একের পর এর পরীক্ষার প্রশ্ন ফাঁস৷ অবশেষে সোমবার প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৪ মাধ্যমিক ও ২ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে গ্রেফতার করল পুলিশ৷ জানা গিয়েছে খোকা ৪২০ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে প্রশ্ন ফাঁস করা হচ্ছিল৷
ধৃতদের মধ্যে এই গ্রুপের অ্যাডমিন রয়েছে বলে জানিয়েছ পুলিশ৷ তবে শুধু এই গ্রুপই নয়, রাজ্যে এরকম আরও অনেক গ্রুপ খোলা হয়েছে বলে জানা গিয়েছে৷ এদের মধ্যে রয়েছে কালিয়াচকের বাসিন্দা সাহাবুল আমির, কাটোয়ার বাসিন্দা সাহাবাজ মণ্ডল ও পাণ্ডুয়ার বাসিন্দা সাজিদুর রহমান৷
ধৃতদের কাছ থেকে ৪টি মোবাইল আটক করেছে পুলিশ৷ সম্ভবত এই মোবাইলগুলো থেকেই প্রশ্ন ফাঁস করা হতো৷ কয়েকটি ফোনের চ্যাট হিস্ট্রি ডিলিটও করা হয়েছে৷ পুরো বিষয়টিতে পর্ষদ সভাপতির কাছে রিপোর্ট তলব করেছেন শিক্ষামন্ত্রী৷
advertisement
advertisement
ধৃতদের ৭ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ বিধাননগর আদালত৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2019 8:23 PM IST