'খেলা আবার হবে...', ২০২৬ এর 'খেলা' কেমন হবে? দলকে 'নিয়ম' বাতলে দিলেন তৃণমূল সুপ্রিমো

Last Updated:

Khela Hobe: বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমের পাশাপাশি ২০২৬ এর বিধানসভা ভোটের নতুন ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০২৬ কে সামনে রেখে এবার তৃণমূল সুপ্রিমোর হুঙ্কার "খেলা হবে, খেলা আবার হবে'। ২০২৬ এর খেলায় আরও জোরে মারতে হবে।"

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমের পাশাপাশি ২০২৬ এর বিধানসভা ভোটের নতুন ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০২৬ কে সামনে রেখে এবার তৃণমূল সুপ্রিমোর হুঙ্কার “খেলা হবে, খেলা আবার হবে’। ২০২৬ এর খেলায় আরও জোরে মারতে হবে।”
এদিন নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকেই বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো কার্যত বিজেপির টাইমলাইন বলে দিলেন। মমতার কথায়, “বাংলার মা মাটি মানুষ ২০২৪ সালে আমাদের রায় দিয়েছে। ২৯ আসন আমরা পেয়েছি, কারচুপি করে ৫ আসনে হারানো হয়েছে। নাহলে আমরা ৩৪ আসন পেতাম। রাজ্যসভা মিলিয়ে আমাদের ৪২ সাংসদ আছে। আমাদের মহিলা প্রতিনিধি সবচেয়ে বেশি। তারা দুই সভায় রয়্যাল বেঙ্গল টাইগারের মত কাজ করে।”
advertisement
advertisement
বিধানসভা ভোটের প্রচারে সময় নষ্ট না করে এগারো মাসের অপেক্ষা ধরেই নির্বাচনী ময়দানে তৃণমূল কংগ্রেস। সাংগঠনিক ক্ষেত্রে দলের নেতা-নেত্রীদের ভূমিকা কী হবে? এদিনের মহাসভা থেকে তা স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা শানালেন বিজেপির বিরুদ্ধে বিশাল তোপ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'খেলা আবার হবে...', ২০২৬ এর 'খেলা' কেমন হবে? দলকে 'নিয়ম' বাতলে দিলেন তৃণমূল সুপ্রিমো
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement