Khardah By Election| Kajal Sinha| খড়দহে প্রয়াত কাজল সিনহার ছবি ব্যবহার বিজেপির প্রচারে! বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

Last Updated:

Khardah By Election| Kajal Sinha| এই মর্মে খড়দহ থানায় অভিযোগও জমা দিয়েছেন নন্দিতা সিনহা।

প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী জয় সাহা। শুরু থেকেই পিছু ছাড়ছে না বিতর্ক।
প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী জয় সাহা। শুরু থেকেই পিছু ছাড়ছে না বিতর্ক।
#খড়দহ: প্রয়াত স্বামীর ছবি প্রচারে ব্যবহার করছে বিজেপি (BJP), এবার এই অভিযোগে  সবর খড়দাহ সদ্য প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহার (Kajal Sinha) স্ত্রী। এই মর্মে খড়দহ থানায় অভিযোগও জমা দিয়েছেন নন্দিতা সিনহা।
নন্দিতা সিনহার অভিযোগ বিজেপি প্রার্থী বিনা অনুমতিতে তাঁর বাড়িতে প্রবেশ করে আশীর্বাদ নিয়েছে ও ফটোতে মাল‍্যদান করেছেন। পাশাপাশি কাজল সিনহার ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে তিনি তাঁর নির্বাচনী প্রচার চালাচ্ছেন।  এই অভিযোগ সম্পর্কে বিজেপি প্রার্থী জয় সাহা বলেন, "খড়দহ বিধানসভা উপনির্বাচন হচ্ছে শ্রদ্ধেয় কাজল সিনহার মৃত্যুর জন্য। আর খড়দহ বিধানসভার উপনির্বাচনের প্রচারে এসে আমার মনে হয়েছে আমার তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। তাই আমি তাঁর বাড়িতে গিয়েছি। শ্রদ্ধা জানিয়েছি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্কই নেই।"
advertisement
advertisement
উল্লেখ্য নন্দিতা সিনহা তাঁর অভিযোগপত্রে লিখেছেন, আমার স্বামী কাজল সিনহা ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল। আমার স্বামীর ছবি দিয়ে বিরোধী দল বিজেপি প্রার্থী জয় সাহা আমার অনুমতি ছাড়া প্রচারের কাজ করে চলেছে। সেটা আমার এবং পরিবারের এবং পুরাতন কাজল সিনহার সম্মানহানি।
advertisement
উল্লেখ্য কাজল সিনহা খড়দহের পরিচিত নাম। প্রথমবার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে তিনি সুনাম রক্ষা করেছিলেন। বড় ব্যবধানে জয়লাভ করেন। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তিনি। ফলে অনিবার্য হয়ে পড়ে খড়দহের উপনির্বাচন। এদিকে জিতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে লড়ার জন্য আসন ছেড়ে দেন শোভনদেব চট্টোপাধ্যায়। স্থির হয় তিনি এই আসনেে লড়বেন। শোভনদেহ হেভিওয়েট, সম্প্রতি তাঁর উচ্চতা/জনপ্রিয়তা আরও বেড়েছে ভবানীপুর ঘটনায়। পাশাপাশি খড়দহে কাজল সিনহার মৃত্যু মানুষের মনে তাঁর প্রতি আরও বেশি অনুরাগ সঞ্চার করেছে। সব মিলিয়েই পর্যবেক্ষকরা তৃণমূলকে কয়েক যোজন এগিয়ে রাখছেন এই উপনির্বাচনে। সেই তুলনায় জয় সাহা আনকোরা। সেই কারণেই কি তিন চাইছেন, কাজল সিনহা সেন্টিমেন্টকেই সুড়সুড়ি দিয়ে কিছু ভোট ঘরে তুলতে? প্রশ্নটা থাকছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Khardah By Election| Kajal Sinha| খড়দহে প্রয়াত কাজল সিনহার ছবি ব্যবহার বিজেপির প্রচারে! বিস্ফোরক অভিযোগ স্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement