সল্টলেকের হাড়হিম করা দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্য়ে... শিউরে উঠবেন! পৃথক দুটি মামলা দায়ের

Last Updated:

পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিতকরণ করা হচ্ছে। তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। যদিও দুটি মামলায় কেউ গ্রেফতার হয়নি, খোঁজ চলছে।

News18
News18
কলকাতা: গতকাল কেষ্টপুর নতুন ব্রিজে ভয়াবহ দুর্ঘটনার পরে দায়ের করা হল দুটি মামলা। পুলিশের পক্ষ থেকে ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয়েছে একাধিক ব্যক্তিকে। সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে সরকারি কাজে বাধা, পুলিশকে হেনস্থা, দমকল কর্মীদের কাজে বাধা, দমকলের গাড়ি ভাঙচুর, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিতকরণ করা হচ্ছে। তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। যদিও দুটি মামলায় কেউ গ্রেফতার হয়নি, খোঁজ চলছে।
অন্যদিকে সামনে এসেছে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ। সিগন্যালে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন সৌমেন মণ্ডল। পাশে ছিল আরও একটি বাইক।  পিছনে দাঁড়িয়ে ছিল সাদা রঙের একটি গাড়ি। আচমকা পাশ থেকে সজোরে এসে সৌমেনের বাইকে ধাক্কা মারে একটি কালো গাড়ি। টেনে নিয়ে যায় রাস্তার পাশের রেলিংয়ে। তার পরেই গাড়িতে বিস্ফোরণ।  দুর্ঘটনায় মৃত বাইক আরোহীর পরিবারের লোকজন দুর্ঘটনাস্থলের সামনে আসেন। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তাঁরা। অভিযোগ, গতকাল রাত থেকেই হয়রানির শিকার হচ্ছেন। কেন এখনও পর্যন্ত গাড়ি চালককে গ্রেফতার করা হল না সেই প্রশ্ন উঠেছে। দুর্ঘটনাস্থল ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে।
advertisement
advertisement
বুধবার সন্ধ্যায় সল্টলেক এবং কেষ্টপুরকে সংযোগকারী ৮ নম্বর ব্রিজের উপর এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক ডেলিভারি বয়ের। সল্টলেকে প্রবেশ করার মুখে একটি দ্রুতগামী চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক ডেলিভারি বয়কে সরাসরি ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ওই যুবক বাইক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশের রেলিংয়ের উপর পড়েন এবং দুর্ভাগ্যবশত রেলিংয়ের একটি অংশ তাঁর পায়ে গেঁথে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, এখানেই শেষ হয়নি ভয়াবহতা। ধাক্কা মারার পর গাড়িটি নিয়ন্ত্রণহীন অবস্থায় ওই রেলিংয়ের দিকেই ফের যায় এবং রেলিংয়ে আটকে থাকা যুবককে দ্বিতীয়বার ধাক্কা মারে। এর পরেই গাড়িটির সামনের অংশে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে সেই আগুন বিধ্বংসী রূপ নেয় এবং গাড়ির পাশেই আটকে থাকা ওই ডেলিভারি বয়ের শরীরকে গ্রাস করে। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সল্টলেকের হাড়হিম করা দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্য়ে... শিউরে উঠবেন! পৃথক দুটি মামলা দায়ের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement