Kaustav Bagchi Bjp: বিজেপিতেই যোগ দিচ্ছেন কৌস্তভ বাগচী? নাকি অন্য দলে? সন্ধ্যার সল্টলেকে যবনিকা পতন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Kaustav Bagchi Bjp: কংগ্রেস শিবির ছেড়ে তাহলে কি কৌস্তভ বিজেপিতে যোগদান করবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আজই বিজেপিতে যোগ দিচ্ছেন কৌস্তভ বাগচী। দুদিন আগেই কৌস্তভ বাগচী কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফার কথা জানিয়ে চিঠি পাঠান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং কংগ্রেসের হাইকমান্ড মল্লিকার্জুন খাড়গেকে। বেশ কয়েকদিন ধরেই কৌস্তভকে নিয়ে জল্পনা চলছিল।
কংগ্রেস শিবির ছেড়ে তাহলে কি কৌস্তভ বিজেপিতে যোগদান করবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। শেষমেষ পদ্ম ফুল শিবিরেই যোগদান করতে চলেছেন কৌস্তভ বলে বিশেষ সূত্রের খবর। আজ সন্ধেয় রাজ্য বিজেপির সল্টলেক কার্যালয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে কৌস্তভ বিজেপিতে যোগদান করবেন বলে খবর।
advertisement
advertisement
কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পর কৌস্তভ বাগচী বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করে পদ্ম শিবিরের কাছে আবেদন করে। কৌস্তভের সেই আবেদন রাজ্য বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠায়।
advertisement
এরপরই কৌস্তভকে বিজেপিতে যোগদান করার বিষয়ে সবুজ সংকেত দেয় দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটাই বিজেপি সূত্রে জানা গেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 29, 2024 5:10 PM IST